shono
Advertisement

আগামী ২ সপ্তাহ বাতিল দক্ষিণ-পূর্ব রেলের বহু লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

চূড়ান্ত ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা।
Posted: 07:41 PM Jan 07, 2024Updated: 07:41 PM Jan 07, 2024

সুব্রত বিশ্বাস: দুসপ্তাহ ধরে বিভিন্নরকম কাজ চলবে। যার জেরে ৭ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বাতিল দক্ষিণ পূর্ব রেলের বহু লোকাল ট্রেন। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা।

Advertisement

রেল সূত্রে খবর, ১৫ নম্বর প্ল্যাটফর্মে ট্র্যাক মেরামত করা থেকে শুরু করে পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা-সহ রেলের পরিকাঠামোগত ভুলত্রুটি খুঁজে তা ঠিক করা হবে। যে কারণে বাতিল করা হয়েছে বহু ট্রেন।

বাতিল ট্রেনের তালিকা

সাতটি আপ পাঁশকুড়া লোকাল: ৩৮৪২১, ৩৮৪২৫, ৩৮৪৩৫, ৩৮৪৪১, ৩৮৩১৭, ৩৮৪৪৯, ৩৮৪৫১ 

আপ মেচেদা লোকাল:  ৩৮৩০৩ 

দু’টি মেচেদা-হাওড়া লোকাল:  ৩৮৩০৮, ৩৮৩১২ 

চারটি পাঁশকুড়া-হাওড়া লোকাল: ৩৮৪৩৬, ৩৮৪৪০, ৩৮৪৫০, ৩৮৪৫৬ 

[আরও পড়ুন: ‘এখনও তাকালে সুদীপ্ত-মইদুলদের দেখতে পাই’, ইনসাফের ব্রিগেডে আবেগপ্রবণ মীনাক্ষী]

একাধিক ট্রেনের পথ বদল করা হয়েছে। সেগুলো হল-

মেচেদা-হাওড়া লোকাল: ৩৮৩০৬ 
পাঁশকুড়া-হাওড়া লোকাল: ৩৮৪০৮,  ৩৮৪১২, ৩৮৪১৪ ,  ৩৮৪১৮, ৩৮৪২২ 
উলুবেড়িয়া-হাওড়া লোকাল: ৩৮১০৪ 
মেদিনীপুর-হাওড়া: ৩৮৮০৮ 
ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস (১৮০৩৪) সাঁতরাগাছি অবধি চলবে।

সেই সঙ্গে কিছু ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে। সেগুলো হল, হাওড়া-পাঁশকুড়া লোকাল (৩৮৪০৩, ৩৮৪০৯, ৩৮৪১৭) এবং হাওড়া-উলুবেড়িয়া লোকাল (৩৮১০৩, ৩৮১০৫)।

[আরও পড়ুন: ইডির উপর হামলা ‘বোকামি’, সন্দেশখালির ঘটনায় বিরক্ত শতাব্দী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement