shono
Advertisement

শেষকৃত্যের সময় হঠাৎই ‘বেঁচে’ উঠল তিন বছরের ‘মৃত’ শিশু, অবাক বাবা-মা

কফিনে আচমকা চোখ নড়ে ওঠে মৃত শিশুর!
Posted: 04:35 PM Aug 25, 2022Updated: 06:22 PM Aug 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা পরিবার শোকগ্রস্ত। বাড়ির ৩ বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। আকাশে-বাতাসে হাহাকার। সকলের বুক ফেটে যাচ্ছে কান্নায়। নিয়ম মেনে এবার শেষকৃত্য, সেই সময়ই ঘটে গেল চমকে দেওয়া কাণ্ড, বেঁচে উঠল ‘মৃত’ শিশু! স্বভাবতই ঘটনায় থমকে যায় কান্নার রোল, অবাক হয়ে যান সকলে। সম্প্রতি মেক্সিকোর (Mexico) এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঠিক কী ঘটেছিল?

Advertisement

মেক্সিকোর ভিলা দ্য ব়্যামস শহরের বাসিন্দা পরিবারটি। মৃত ৩ বছরের শিশুকন্যার নাম ক্যামেলিয়া রোক্সানা মার্টিনেজ মেনডোজা। কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয় সে। জ্বর, পেটে ব্যথা ও বমি হচ্ছিল শিশুটির। শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাকে নিয়ে গেলে হাসপাতালে ভরতি করার পরামর্শ দেওয়া হয়। সেই মতো স্থানীয় কমিউনিটি হাসপাতালে ভরতি করা হয় তাকে। সেখানে প্যারাসিটামল ধরনের ওষুধ দেওয়া হয়। যদিও চিকিৎসায় কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত ১৭ আগস্টে মৃত ঘোষণা করা হয় শিশুটিকে।

[আরও পড়ুন: প্যান্টের ভিতরেই লুকোনো বিরল প্রজাতির ৬০টি সাপ-টিকটিকি, পাচারকারীর কাণ্ডে থ পুলিশ]

নিয়ম মতো ওইদিনই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। সেই মতো দেহ কফিন ভরে কবরখানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই ঘটে চমকে দেওয়া কাণ্ড। কাঁচের কফিনটিকে কবরে নামানোর আগে হঠাৎ উপস্থিত এক আত্মীয় খেয়াল করেন শিশুটির চোখ নড়ছে। প্রথমটায় সকলে ঘাবড়ে গেলেও দ্রুত খোলা হয় কফিনের কাঁচের ঢাকনা। নাড়ি টিপে দেখা যায় প্রাণের স্পন্দন বাস্তবেই রয়েছে শিশুর শরীরে। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

[আরও পড়ুন: কুরসি সংকটে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, খনি দুর্নীতিতে হারাতে পারেন বিধায়ক পদ]

যদিও এবারও হাসপাতালের তরফে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। তবে এও স্পষ্ট হয় যে প্রথমবার তাকে ভুল করে মৃত ঘোষণা করা হয়েছিল। আদতে দ্বিতীয়বারই তার মৃত্যু হয়েছে। ক্যামেলিয়ার মা জানিয়েছেন, শেষকৃত্যের সময় মায়ের থাকতে নেই, তাই সেখানে ছিলেন না তিনি। এখন মা ও গোটা পরিবারের আক্ষেপ, ঠিক চিকিৎসা হলে হয়তো মেয়েটা বেঁচে যেত। ৩ বছরের মেয়ের মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনায় বিপাকে পড়েছে হাসপাতাল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার