সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নো লুক’ রান আউট করার জন্য বিখ্যাত ছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কোনও দিকে না তাকিয়ে বল ছুড়ে রান আউট করতেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচে অবিকল একই ভাবে রান আউট করতে দেখা গেল লিটন দাসকে (Litton Das)। বাংলাদেশের উইকেট কিপার লিটনের রান আউট করার ধরন দেখে ক্রিকেটপাগলদের মনে পড়ে গেল মহেন্দ্র সিং ধোনির কথা।
[আরও পড়ুন: ‘কলকাতা ডার্বি আর আমি সমার্থক’, ইস্টবেঙ্গলকে হারিয়ে উঠে বললেন হাবাস ]
শ্রীলঙ্কার ইনিংসের ঘটনা। মুস্তাফিজুরের ডেলিভারি মিড অনে ঠেলে দুরান নেওয়ার চেষ্টা করেন শানাকা। প্রথম রান নিয়ে শানাকা ক্রিজে ফেরার জন্য মরিয়া হয়ে দৌড়ন। এর মধ্যেই রিয়াধ হোসেন বল ছুড়ে দেন উইকেটকিপার লিটন দাসের কাছে।কিন্তু রিয়াধ হোসেনের থ্রো লিটনের হাতে পৌঁছয়নি। লিটন কষ্ট করেই বলটি ধরেন। তার পরে না তাকিয়েই বল ছুড়ে মারেন উইকেটে। তাঁর থ্রো উইকেট ভেঙে দেয়। শানাকা তখনও ক্রিজে ঢুকতে পারেননি। লিটন দাসের নো লুক রান আউট ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। ম্যাচটি অবশ্য শ্রীলঙ্কা জিতে যায় ২৮ রানে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করেছিল ৭ উইকেটে ১৭৪ রান। বাংলাদেশ থেমে যায় ১৪৬ রানে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কা জিতে নেয় ২-১।