কল্যাণ চন্দ্র, বহরমপুর: নওদার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে টিকটিকি! ওই খাবার খেয়ে চার শিশু অসুস্থ হয়ে পড়লে চাঞ্চল্য ছড়ায়। তাদের নওদার আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নওদার বিডিও সত্যজিৎ হালদার। পৌঁছয় নওদা থানার পুলিশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে নওদার খানপুর বিশ্বাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
জানা গিয়েছে, শিশুদের জন্য প্রতিদিনের মত ভাত, ডাল, ডিম রান্না হয়েছিল। এদিন ওই কেন্দ্রে কয়েকজন শিশু খাওয়া-দাওয়া করে। এছাড়াও বেশ কিছু শিশু খাবার নিয়ে বাড়ি চলে গিয়েছিল। ওই শিশুদের মধ্যে এক অভিভাবক বাড়িতে ওই খাবার খুলতেই মৃত টিকিটিকি বেরিয়ে পড়ে বলে অভিযোগ। ভাতে টিকটিকি দেখে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। চার শিশু অসুস্থবোধ করলে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[আরও পড়ুন: পোস্তায় বেপরোয়া অ্যাব ক্যাব পিষে দিল ৪ কুকুর শাবককে, সারমেয় খুনে গ্রেপ্তার চালক]
এদিকে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নওদা থানার পুলিশ। যদিও ওই কেন্দ্রের রাঁধুনি সুভদ্রা রায় বলেন, তিনি রান্না করার সময় কোনও টিকটিকি দেখতে পাননি। তাছাড়া খাবার দেওয়ার সময়ও টিকিটিকি নজরে আসেনি। ফলে কী করে টিকিটিকি পাওয়া গেল সেটাই আশ্চর্য! বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরাও। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর অন্ধকার, উপযুক্ত আলোর ব্যবস্থা নেই, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হয় বলে অভিযোগ করেন বাসিন্দারা।
হাসপাতালের চিকিৎসকরা জানান, ওই শিশুদের ওআরএস দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। নওদার বিডিও সত্যজিৎ হালদার বলেন, “কয়েকজন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে। তবে আতঙ্কের কোনও কারণ নেই।” বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন নওদার বিডিও।