shono
Advertisement

উত্তরপ্রদেশে ডেঙ্গু আক্রান্তকে প্লাজমার বদলে দেওয়া হল মুসম্বির রস! রোগীমৃত্যু ঘিরে বিতর্ক তুঙ্গে

ভাইরাল হয়েছে ঘটনার একটি ভিডিও।
Posted: 09:31 PM Oct 20, 2022Updated: 09:31 PM Oct 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) হু হু করে বাড়ছে ডেঙ্গু (Dengue) আক্রান্তের সংখ্যা। বুধবারই রাজ্যের সমস্ত ডাক্তারদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে যোগী সরকার। কিন্তু এই পরিস্থিতিতে সামনে এল এক অভূতপূর্ব অভিযোগ। উত্তরপ্রদেশের এক পরিবারের দাবি, তাদের পরিবারের সদস্য এক ডেঙ্গু রোগীকে প্লাজমা পাঠানোর সময় স্থানীয় ব্লাড ব্যাংক পাঠিয়েছে মুসম্বির রস! সেই রস শরীরে প্রয়োগ করার পরই প্রয়াগরাজের এক হাসপাতালে ভরতি থাকা রোগীর মৃত্যু হয় বলেও অভিযোগ। স্বাভাবিক ভাবেই এমন অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে রক্তের প্যাকের ভিতরে রয়েছে হলুদ মুসম্বির রস। ভিডিওয় এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, প্লাজমার ঘাটতি দেখা দিলে মুসম্বির রস সরবরাহ করার চক্রের পিছনে রয়েছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তরাও। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায় শিরোধার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আপাতত সহ-উপাচার্য

এদিকে সংবাদ সংস্থা এএনআইকে ইনস্পেক্টর জেনারেল রাকেশ সিং জানিয়েছেন,তদন্তকারী দল জাল প্লাজমা চক্রের বিষয়টি অনুসন্ধান শুরু করে দিয়েছে। বিষয়টি পৌঁছে গিয়েছে প্রশাসনের একেবারে গোড়াতেও। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক একথা জানিয়ে বলেন, যোগী সরকার পুরো বিষয়টির উপরে কড়া নজর রেখেছে।

প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশে মাথাচাড়া দিয়েছে ডেঙ্গু। বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই বাতিল করে দেওয়া হয়েছে রাজ্যের সব ডাক্তার ও প্যারামেডিক্যাল কর্মীদের ছুটি। উপমুখ্যমন্ত্রীর দাবি, আক্রান্তের সংখ্যা যাতে আর বাড়তে না পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। যদিও তাঁর দাবি, গতবারের তুলনায় এবার পরিস্থিতি অত খারাপ নয়। হাসপাতালে আলাদা বেড সংরক্ষণ করে রাখার পাশাপাশি পর্যাপ্ত প্লেটলেটের ব্যবস্থাও করা হচ্ছে।

[আরও পড়ুন: দীপাবলিতে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, সরকারি কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement