shono
Advertisement

ধর্মের বেড়াজাল ভেঙে সহাবস্থানের পাঠ শেখাচ্ছে ‘জ্বলন্ত’বাগরি

কাঁধে কাঁধ মিলিয়ে, পাশে থাকা শেখাল বাগরি৷ The post ধর্মের বেড়াজাল ভেঙে সহাবস্থানের পাঠ শেখাচ্ছে ‘জ্বলন্ত’ বাগরি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:41 PM Sep 17, 2018Updated: 08:07 PM Sep 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরা হিন্দু, ওরা মুসলমান৷ জাতপাত নিয়ে রাজনৈতিক তরজা কম চলছে না৷ ভোটবাক্সের শক্তি বাড়াতে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করেছেন অনেকেই৷ কিন্তু বাগরি মার্কেটের লেলিহান শিখাই পুড়িয়ে দিল জাতপাতের সংকীর্ণতা৷ বুঝিয়ে দিল, এ শহর এখনও ভোলেনি মানবিকতা,  হারিয়ে যায়নি  মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা৷ বাগরি মার্কেটের আগুনের রেশ ধরেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তাকেই সামনে আনলেন নাখোদা মসজিদ ও হিন্দু প্রতিষ্ঠান আরহাম যুব সেবা গ্রুপের  সদস্যরা৷  

Advertisement

[ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছে টিয়া, খাঁচা খুলে সাধের পাখি উড়িয়ে দিলেন সিংজি]

পুজোর হাতে বাকি মাত্র কটা দিন৷ তার আগে সপ্তাহান্তে শনিবার রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে গমগম করছিল বাগরি মার্কেট৷ ব্যবসায়ীদের মধ্যে কেউ হিন্দু, তো কেউ মুসলিম, কেউ আবার জৈন, আবার কেউ শিখ। পুজো আসলেই, দু’পয়সা বেশি উপার্জনের আশায় মন আনন্দে ভরে ওঠে তাঁদের৷ তাই কেউ মহাজনের থেকে টাকা ধার নিয়ে, আবার কেউ সঞ্চিত টাকা দিয়ে সাজিয়েছিল ব্যবসা৷ কিন্তু রবিবার ভোররাতটা ছিল একেবারে অন্যরকম৷ ওইদিন থেকেই জ্বলছে বাগরি মার্কেট৷ আগুনের লেলিহান শিখা উসকে দিয়েছে নন্দরাম মার্কেট ভস্মীভূত হয়ে যাওয়ার স্মৃতি৷ আগুনের আতঙ্ক গ্রাস করেছে স্থানীয় বাসিন্দাদের৷ জতুগৃহ হয়ে গিয়েছে ব্যবসাক্ষেত্র৷ এই সময় মাথার ঠিক পারছেন না কেউই৷ রাতভর আগুন নেভাতে সচেষ্ট দমকল কর্মীরা। কিন্তু, আগুন নেভানো সম্ভব হয়নি। দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও নাওয়া-খাওয়া ভুলে কাজ করছেন। তাঁরা অসুস্থ হয়ে পড়লে কী হবে? তাই তাঁদের কেউ দিচ্ছেন জল৷ কেউ বা ব্যবস্থা করছেন চায়ের৷ আবার কেউ আগুনের সঙ্গে যুদ্ধকারীদের মুখের কাছে ধরেছেন রাতের খাবার৷  

[রুজি রোজগার কেড়ে নিল আগুন, মাথায় হাত মুটে-ভ্যানচালকদের]

বিপদ ধর্ম বোঝে না৷ কে হিন্দু, কে মুসলমান তা জানে না বিপদ৷ দোকান পুড়েছে সবার। ক্ষতি হয়েছে সবার। জাত-ধর্ম বিচার হয়নি। তাই, ওঁরাও জাত-ধর্ম বিচার করতে চান না। বিপদের দিনে তাই তো আগুনের বিপরীতে যুদ্ধকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন সকলেই৷ হিন্দু প্রতিষ্ঠান আরহাম যুব সেবা গ্রুপের সদস্যরা দমকল কর্মী, বিপদগ্রস্ত ব্যবসায়ী সকলের মুখের সামনে এগিয়ে দেন চা ও জল৷  আবার রাতে নাখোদা মসজিদের সদস্যরা দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখে সামনে এগিয়ে দেন পোলাও৷ এই দৃশ্য দেখে অনেকেই বলছেন, সত্যিই সহাবস্থানের পাঠ শেখাচ্ছে আগুনের গ্রাসে থাকা বাগরিও।

ছবি: আশুতোষ পাত্র

The post ধর্মের বেড়াজাল ভেঙে সহাবস্থানের পাঠ শেখাচ্ছে ‘জ্বলন্ত’ বাগরি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement