shono
Advertisement

মাছ নয়, জাল ফেলতে উঠে এল ভেজা নোট

দেশের বিভিন্ন প্রান্তে ঘটতে থাকা এই ধরনের ঘটনা যেন প্রমাণ করছে, ধাক্কাটা জোরেই লেগেছে৷ The post মাছ নয়, জাল ফেলতে উঠে এল ভেজা নোট appeared first on Sangbad Pratidin.
Posted: 07:14 PM Dec 05, 2016Updated: 01:44 PM Dec 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাছ তো নয়ই, জলপরীও নয়৷ জাল ফেলতে উঠে এল ভেজা নোটের তাড়া৷ নোট বাতিলের জেরে এমন ঘটনারই সাক্ষী থাকল উত্তরাখণ্ডের কাঠঘরিয়া৷

Advertisement

নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই এরকম নানা নমুনা সামনে আসছে৷ এ রাজ্যেই ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছিল পুরনো ছেঁড়া নোট৷ অসমে নর্দমা থেকে উদ্ধার হয়েছিল সারি সারি পুরনো বাতিল নোট৷ কালো টাকা সাদা করাতে অনেকেই নানা ফন্দিফিকির খুঁজছেন৷ অনেকে আবার আয়কর দফতরের হাতে পাকড়াও হওয়ার ভয়ে গোপনে টাকা ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন৷ সেরকমই ঘটনা ঘটল উত্তরাখণ্ডে৷ কাঠঘরিয়ার হলদিওয়ানি অঞ্চলে এক খালের জলে টাকা ভাসতে দেখা যায়৷ কৌতূহলী জনতা এর পর ওই জায়গায় জাল ফেলে৷ আর তাতে উঠতে থাকে আরও টাকা৷

নোট নাকচে কালো টাকার রমরমা কতটা আটকানো যাবে সে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা৷ তবে দেশের বিভিন্ন প্রান্তে ঘটতে থাকা এই ধরনের ঘটনা যেন প্রমাণ করছে, ধাক্কাটা জোরেই লেগেছে৷

The post মাছ নয়, জাল ফেলতে উঠে এল ভেজা নোট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement