shono
Advertisement
Locket Chatterjee

লকেটের 'চোরে'র পালটা অসীমার 'ডাকাত', ধনেখালিতে ধুন্ধুমার

পঞ্চম দফার ভোটের দিন সম্মুখ সমরে লকেট চট্টোপাধ্যায় ও অসীমা পাত্র। হুগলির ধনেখালিতে তুমুল উত্তেজনা। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। অসীমা পাত্রকে 'চোর' বলে কটাক্ষ করেন লকেট। পালটা বিজেপি প্রার্থীকে 'ডাকাত' বলে চিৎকার করতে থাকেন অসীমা।
Published By: Sayani SenPosted: 12:45 PM May 20, 2024Updated: 02:05 PM May 20, 2024

সুমন করাতি, হুগলি: পঞ্চম দফার ভোটের দিন সম্মুখ সমরে লকেট চট্টোপাধ্যায় ও অসীমা পাত্র। হুগলির ধনেখালিতে তুমুল উত্তেজনা। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। অসীমা পাত্রকে 'চোর' বলে কটাক্ষ করেন লকেট। পালটা বিজেপি প্রার্থীকে 'ডাকাত' বলে চিৎকার করতে থাকেন অসীমা।

Advertisement

পঞ্চম দফার ভোটে সকাল থেকেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। দফায় দফায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান বিজেপির তারকা প্রার্থী। মূলত 'রণংদেহী' মেজাজেই দেখা যায় তাঁকে। ভোটের শুরুতেই তিনি আইপ্যাকের বিরুদ্ধে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেন।  নিজে হাতে ধরেন 'ভুয়ো' এজেন্ট। তাঁর মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে।  

[আরও পড়ুন: কলকাতায় ঝেঁপে বৃষ্টি, পঞ্চম দফার ভোটে ভিজল দক্ষিণবঙ্গের একাধিক জেলা]

ভোট কেমন হচ্ছে, তা সরেজমিনে খতিয়ে দেখতে ধনেখালিতে পৌঁছন লকেট। গত লোকসভা নির্বাচনে ওই বুথেই লকেটের বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ ওঠে। ওই বুথের সামনেই বাড়ি বিধায়ক অসীমা পাত্রের। লকেট সেই বুথে পৌঁছতেই শুরু হয় অশান্তি। অভিযোগ, লকেটকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেই সময় ঘটনাস্থলেই ছিলেন অসীমা পাত্র।

বিজেপি কর্মী-সমর্থকরাও পালটা উত্তেজিত হয়ে পড়েন। দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। লকেট তৃণমূল বিধায়ক অসীমাকে লক্ষ্য করে 'চোর' স্লোগান দিতে থাকেন। পালটা লকেটকে লক্ষ্য করে চিৎকার করতে শুরু করেন অসীমা পাত্র। তাঁকে পালটা 'ডাকাত' বলে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক। লকেট অশান্তি করতে ওই এলাকায় আসেন বলেই দাবি অসীমা পাত্র। বেশ কিছুক্ষণ ধরে চলে চোর-ডাকাত তরজা। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বলে রাখা ভালো, পঞ্চম দফায় বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া তেমন বড় কোনও ঘটনা ঘটেনি। তবে ধনেখালিতে রাস্তার মাঝে দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক ও বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থীর তরজা নজিরবিহীন। 

[আরও পড়ুন: ভোটদানের তথ্যে বিলম্ব কেন? কমিশনের ভূমিকা নিয়ে ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঞ্চম দফার ভোটের দিন সম্মুখ সমরে লকেট চট্টোপাধ্যায় ও অসীমা পাত্র। হুগলির ধনেখালিতে তুমুল উত্তেজনা।
  • তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। অসীমা পাত্রকে 'চোর' বলে কটাক্ষ করেন লকেট।
  • পালটা বিজেপি প্রার্থীকে 'ডাকাত' বলে চিৎকার করতে থাকেন অসীমা।
Advertisement