সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বাবরি সির্ফ ঝাকি হ্যায়... কাশী-মথুরা বাকি হ্যায়।' চব্বিশের ভোটের প্রচারেও চলে এল বিজেপি তথা সংঘ পরিবারের পুরনো স্লোগান। সৌজন্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa sarma)। ঝাড়খণ্ডের এক সভায় হিমন্ত বলে দিলেন, "লোকসভা নির্বাচনে আমাদের ৪০০ আসন দিন। আমরা বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার কৃষ্ণ জন্মভূমিতে মন্দির নির্মাণ করব।"
বোকারোয় বিজেপির (BJP) সভা থেকে হিমন্ত বললেন, "মোদিজিকে ৪০০ আসন দিন আমরা কৃষ্ণজন্মভূমিতে মন্দির বানাবো। জ্ঞানবাপী মসজিদের জায়গাতেও তৈরি হবে জ্ঞানবাপীর মন্দির।" হিমন্তর সাফ কথা, "আমাদের কাজ এখনও বাকি। আজও কৃষ্ণ জন্মভূমিতে শাহী ইদগা রয়ে গিয়েছে। মোগল সম্রাট ঔরঙ্গজেব মন্দির ভেঙে সেটা তৈরি করেন। বারাণসীতেও মসজিদ তৈরি হয়েছিল। আমরা আবার ওখানে মন্দির বানাবো।"
[আরও পড়ুন: সিগন্যালিং সমস্যার জেরে সাতসকালে মেট্রো বিভ্রাট, ভোগান্তিতে যাত্রীরা]
অসমের মুখ্যমন্ত্রী এর আগে একাধিক সভায় বলেছেন, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার বিজেপি সরকার গঠিত হলে ভারতে ফিরবে পাক অধিকৃত কাশ্মীর (POK)। শুধু তাই নয়, মথুরায় বিতর্কিত কৃষ্ণ জন্মভূমি ও জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে হবে বিশ্বনাথের মন্দির। এ সবই সম্ভব হবে বিজেপিকে ৪০০ আসনে জেতালে। বোকারোতেও এই একই বক্তব্যের পুনরাবৃত্তি করলেন বিজেপির তারকা প্রচারক। সম্প্রতি দিল্লির এক সভা থেকে তিনি বলেন, "যখন আমরা ৩০০ আসন পেয়েছি তখন অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছি। এবার ৪০০ আসন পেলে মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে তৈরি হবে মন্দির। এবং জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে গড়ে উঠবে বাবা বিশ্বনাথের মন্দির। আপনারা আমাদের আসন দিন, আমরা মোঘলদের কুকীর্তি সব সাফ করে দেব।"
[আরও পড়ুন: শাহ-যোগী ‘বিভেদ’ উসকে দেওয়ার কৌশল, দিল্লি জয়ে নয়া চাল কেজরির]
১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার সময় ‘কাশী, মথুরা বাকি হ্যায়’ বলে স্লোগানও তুলেছিলেন উগ্র হিন্দুত্ববাদী করসেবকেরা। অযোধ্যায় মসজিদ ভেঙে রামমন্দির তৈরি করে বৃত্ত সম্পূর্ণ হয়েছে। হিন্দুত্ববাদীরা এখনও দৃঢ়প্রতিজ্ঞ কাশী-মথুরাতেও মন্দির বানাতে হবে। সেই আবেগই উসকে দেওয়ার চেষ্টা করলেন হিমন্ত।