shono
Advertisement
Mamata Banerjee

কেন বাতিল প্রাক্তন IPS দেবাশিসের মনোনয়ন? বিজেপির অভিযোগ উড়িয়ে কারণ জানালেন মমতা

Published By: Sayani SenPosted: 08:02 PM Apr 28, 2024Updated: 08:04 PM Apr 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি ছেড়ে রাজনীতিতে ইনিংস শুরু করেন IPS দেবাশিস ধর। বীরভূম থেকে বিজেপির প্রার্থীও হন। মনোনয়নও জমা দেন। তবে প্রার্থীর দাবি, নো ডিউস সার্টিফিকেট না থাকার ফলে মনোনয়ন বাতিল হয়ে যায়। যদিও সে দাবি ওড়ালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী কারণে বাতিল হল মনোনয়ন, তা জানালেন তিনি।

Advertisement

মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রবিবার হবিবপুরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকে প্রাক্তন পুলিশকর্তা প্রসূনকে ঢালাও সার্টিফিকেট দেন। দেবাশিস ধরের নাম না করে তাঁর মনোনয়ন বাতিলের কারণও উল্লেখ করেন। মমতা বলেন, "এবার আমার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের একটু বলি, একজন আইপিএস দেখলেন (দেবাশিস ধর) পদত্যাগপত্র গৃহীত হলেও, প্রার্থী হতে পারলেন না, ত্রুটি ছিল বলে।" বলে রাখা ভালো, একুশের বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচির গুলি কাণ্ড ঘটে। সেই সময় পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। তাঁকে ওই ঘটনার জন্য দায়ী করে শাসক শিবির।

[আরও পড়ুন: বসের আচরণে অতিষ্ঠ, বসের সামনেই ঢোল বাজিয়ে নেচে চাকরি ছাড়লেন যুবক, দেখুন ভিডিও]

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করে মমতা বলেন, "প্রসূন এমন একজন মানুষ যে পুলিশের সব মহলে কাজ করেছে। কিন্তু ওর নামে কোনও দিন কোনও মানুষ মারার বদনাম ছিল না। ওর নামে কোনও দিনও কোনও অভিযোগ ছিল না। ওর নামে কোনও দিনও গুলি চালানোর অভিযোগ ছিল না। ও চিরকাল দৌড়ে গিয়েছে।" পুলিশ সুপার থাকাকালীন মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে মালদহে সাম্প্রদায়িক অশান্তি রুখেছিলেন প্রসূন। সেদিনের কথাও এদিন বলেন মমতা। তাঁকে বিপুল ভোটে জয়ী করার আরজিও জানান দলনেত্রী।

[আরও পড়ুন: বঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ কি শুভেন্দু? সোজাসাপ্টা জবাব দিলীপ ঘোষের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চাকরি ছেড়ে রাজনীতিতে ইনিংস শুরু করেন IPS দেবাশিস ধর। বীরভূম থেকে বিজেপির প্রার্থীও হন। মনোনয়নও জমা দেন।
  • তবে প্রার্থীর দাবি, নো ডিউস সার্টিফিকেট না থাকার ফলে মনোনয়ন বাতিল হয়ে যায়।
  • যদিও সে দাবি ওড়ালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী কারণে বাতিল হল মনোনয়ন, তা জানালেন তিনি।
Advertisement