বুদ্ধদেব সেনগুপ্ত ও রুপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) জন্য কেন্দ্রীয় ইস্তেহার কমিটি গড়ল বিজেপি। রাজনাথ সিংয়ের নেতৃত্বে মোট ২৭ সদস্যের ওই কমিটি গড়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ওই কমিটিতে বাংলা থেকে একজনও ঠাঁই পাননি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এক্ষেত্রেও কি ব্রাত্য থেকে গেল বাংলা?
বিজেপি (BJP) যে ২৭ সদস্যের ইস্তেহার কমিটি গড়েছে তাতে জায়গা পেয়েছেন নির্মলা সীতারমণ, পীযুষ গোয়েল, ভুপেন্দ্র যাদব, ধর্মেন্দ্র প্রধান, হিমন্ত বিশ্বশর্মার মতো বড় নেতা। ২৭ সদস্যের কমিটিতে কমবেশি বেশিরভাগ বড় রাজ্যেরই প্রতিনিধি আছেন। এমনকী কোনও কোনও রাজ্যের একাধিক প্রতিনিধিও আছেন। অরুণাচল প্রদেশের মতো লোকসভার নিরিখে কম গুরুত্বপূর্ণ রাজ্যেরও প্রতিনিধি রয়েছেন। অথচ ৪২ লোকসভা আসন বিশিষ্ট বাংলার কোনও প্রতিনিধি নেই। প্রশ্ন উঠছে, তাহলে বাংলার মানুষের কথা বিজেপির ইস্তেহারে তুলে ধরবেন কে?
[আরও পড়ুন: লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে পদ্মপ্রার্থী রুদ্রনীল? জল্পনা তুঙ্গে]
বস্তুত, বিজেপি এবার ইস্তেহার তৈরির জন্য রাজ্যে রাজ্যে আলাদা আলাদা কমিটি গড়েছিল। সেই কমিটির মতামত নিয়ে কেন্দ্রীয় কমিটি ইস্তেহার গড়বে। বিজেপি নেতাদের একাংশের যুক্তি, বাংলা যে ইস্তেহার কমিটি হয়েছিল, তারা আগেই পরামর্শ পাঠিয়ে দিয়েছে। তাই বাংলার মানুষের মতামত উপেক্ষা করার প্রশ্ন নেই। এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলছেন, “ইস্তেহার তৈরির জন্য প্রতিটি রাজ্যের মানুষেরই মতামত নেওয়া হয়েছে। আমাদের মতামতও জানতে চাওয়া হয়েছিল। সেটা আমরা পাঠিয়েও দিয়েছি। কিন্তু এর বাইরে কি কমিটি হয়েছে, আমার সেসব জানা নেই।”
[আরও পড়ুন: আসানসোলে এখনও প্রার্থী দেয়নি বিজেপি, ‘গড়’ রক্ষায় ‘একা কুম্ভ’ জিতেন্দ্র তেওয়ারি]
যদিও বিজেপিকে (BJP) খোঁচা দিতে ছাড়ছে না শাসকদল। তৃণমূল বলছে, বিজেপি যে বাংলা বিরোধী সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। বাংলাকে সরকারি স্তরে আগে বঞ্চনা আগে থেকেই করা হচ্ছিল। এবার দলের অন্দরেও বাংলার নেতারা সম্মান পাচ্ছে না।