সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, দেশজুড়ে ফের মোদি ঝড় আসছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) সাড়ে তিনশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বলে জানাচ্ছে অধিকাংশ এক্সিট পোল। কিন্তু এক্সিট পোল ধ্রুবসত্য নয়। বিরোধীরা ইতিমধ্যেই বুথফেরত সমীক্ষা খারিজ করে দিয়েছে। তবে বুথফেরত সমীক্ষা ছাড়াও অন্য একটি সমীক্ষার দিকে নজর থাকে রাজনীতির কারবারিদের। সেটা হল সাট্টাবাজার।
এই সাট্টাবাজারগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় রাজস্থানের ফালৌদি সাট্টাবাজার (Phalodi Satta Bazar)। যোধপুরের কাছে একটি ছোট্ট শহর ফালৌদি। বাইরে থেকে আর পাঁচটা শহরের মতো হলেও এই শহরের মধ্যেই রয়েছে বিখ্যাত সাট্টা বাজার। এই সাট্টাবাজার আইনিভাবে স্বীকৃত নয়। এক কথায় বেআইনি। তাই বাইরে থেকে বোঝার উপায় নেই এই ছোট্ট শহরে কোটি কোটি টাকার জুয়া খেলা হয়। খেলাধুলো, ভোট থেকে শুরু করে আবহাওয়া সবকিছুরই সমীক্ষা করে এই সাট্টাবাজার।
[আরও পড়ুন: ‘বুথফেরত সমীক্ষা ফেক, গণনায় অংশ নিন’, কর্মীদের মনোবল বাড়ালেন মমতা]
সাম্প্রতিক অতীতে এই ফালৌদি সাট্টাবাজারের বুকিদের একাধিক সমীক্ষা মিলে গিয়েছে। সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশেও মিলেছিল সমীক্ষা। সেই ফালৌদি সাট্টাবাজার লোকসভা নির্বাচনেরও সমীক্ষা করছে। তাঁদের সমীক্ষাও কমবেশি এক্সিট পোলের মতোই। ফালৌদি সাট্টাবাজার বলছে দেশজুড়ে বিজেপি (BJP) পেতে পারে ৩০৩ আসন। আর এনডিএ জোট পেতে পারে ৩৫০-৩৫৫ আসন। দেশের গুরুত্বপূর্ণ রাজ্যগুলির মধ্যে রাজস্থান, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে বিজেপির আসন কমতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলা-ওড়িশায় বিজেপির ব্যাপক আসনবৃদ্ধির ইঙ্গিত মিলেছে।
[আরও পড়ুন: বুথফেরত সমীক্ষায় অনেক এগিয়ে এনডিএ, ২০১৯-এর এক্সিট পোলকেও ছাপিয়ে গেল?]
ফালৌদি সাট্টা বাজারের সমীক্ষা অনুযায়ী, এবার উনিশের তুলনায় সামান্য বাড়ছে কংগ্রেসের আসন। তবে সেটা বিরাট কিছু নয়। সমীক্ষা বলছে, এবার কংগ্রেস (Congress) ৫২ থেকে বেড়ে ৬৪ হতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে ৯৬-১০৬ আসন। ২০১৪ ও ২০১৯ সালে দেশ জুড়ে ৭০ আসনের গণ্ডি পেরোবে না কংগ্রেস, ফালৌদি সাট্টা বাজারের এই পূর্বাভাস মিলে গিয়েছিল। এবার দেখার ২০২৪-এ কী হয়। বলে রাখা দরকার, এক্সিট পোলের মতো সাট্টাবাজারের এই সমীক্ষাও বহু ক্ষেত্রেই মেলে না।