shono
Advertisement
Lok Sabha 2024

'নিজের সন্তানের কথা ভাবুন, আত্মসমীক্ষা করুন', প্রথমবার মুসলিমদের ভোট চাইলেন মোদি

Published By: Subhajit MandalPosted: 05:51 PM May 07, 2024Updated: 06:22 PM May 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন চলাকালীন প্রথমবার সংখ্যালঘু মুসলিমদের কাছে সরাসরি ভোট চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সরাসরি বললেন, "প্রথম বার আমি মুসলিম সম্প্রদায়ের কাছে আর্জি জানাচ্ছি। আপনারা আত্মসমীক্ষা করুন। নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা ভাবুন।"

Advertisement

২০২৪ সাধারণ নির্বচনের (Lok Sabha 2024) ৩ পর্বের ভোট মঙ্গলবারই মিটল। তিন পর্বে অর্ধেকের বেশি আসনে ভোটগ্রহণ হয়ে গেল। তৃতীয় পর্বের ভোটের ঠিক আগের দিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, "আমি মুসলিম সমাজকে বলছি, শিক্ষিত মুসলিমদের বলছি। আপনারা ভাবুন, আত্মসমীক্ষা করুন। আপনারা এত পিছিয়ে কেন? এই দুর্দশার কারণ কংগ্রেস নয় তো? আপনারা যে ভাবেন আমরাই কুরসিতে বসাই, আমরাই সরাই, এতে নিজের সন্তানের ক্ষতি করছেন না তো?"

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার মহিলার দেহ! যোগীরাজ্যে চাঞ্চল্য]

মোদির দাবি, "আজ গোটা দুনিয়ার মুসলমানরা বদলে যাচ্ছে। আরব দেশগুলিতেও এখন যোগ শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। আরবের বহু দেশে যোগ এখন পাঠক্রমে পড়ানো হয়। অথচ এখানে আমি যোগশিক্ষার কথা বললেই হিন্দু-মুসলমান করা হবে।" মুসলিম সমাজের প্রতি প্রধানমন্ত্রীর আবেদন, "আপনারা বিজেপি (BJP) কর্মীদের সঙ্গে মেলামেশা করুন। বিজেপির পার্টি অফিসে আসুন। আপনাদের ভুল ধারনা মন থেকে সরান। কেউ আপনাকে তাড়িয়ে দেবে না।"

[আরও পড়ুন: টাইটানের শেয়ারে বিরাট ধসের জের একদিনে ৮০০ কোটি খোয়ালেন রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী

দেশের অর্ধেক আসনে ভোটগ্রহণ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীর এ হেন বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় দফার ভোটের আগে থেকেই মোদি মেরুকরণের মরিয়া চেষ্টা করেছেন। এই পর্বেই 'মঙ্গলসূত্র', ভোটব্যাঙ্ক, অনুপ্রবেশকারীর মতো শব্দ তাঁর মুখে শোনা গিয়েছে। তাহলে চতুর্থ দফার পর কি ফের অবস্থান বদলাবেন প্রধানমন্ত্রী? উঠছে প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভা ভোট চলাকালীন প্রথমবার সংখ্যালঘু মুসলিমদের কাছে সরাসরি ভোট চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • ২০২৪ সাধারণ নির্বচনের ৩ পর্বের ভোট মঙ্গলবারই মিটল।
  • তৃতীয় পর্বের ভোটের ঠিক আগের দিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, "আমি মুসলিম সমাজকে বলছি, শিক্ষিত মুসলিমদের বলছি। আপনারা ভাবুন, আত্মসমীক্ষা করুন।"
Advertisement