অতুলচন্দ্র নাগ, ডোমকল: ''দরকার হলে জান দিয়ে সেলিমদাকে জেতান। উনি ভালো মানুষ, ভালো সাংসদ, জিতলে মানুষের হয়ে সংসদে কথা বলবেন। তাই ওনাকে জেতানো দরকার।” শনিবার বিকেলে ডোমকলের জনকল্যাণ ময়দানে আয়োজিত বাম-কংগ্রেস জোটের সভায় গলা চড়িয়ে ওই কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এদিনের সভায় অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বাম-কংগ্রেস জোটের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম, ডোমকলের প্রাক্তন বিধায়ক আনিসুর রহমান, কংগ্রেস নেতা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মধু। ছিলেন বাম, কংগ্রেসের অন্যান্য নেতারাও।
ডোমকলের জনকল্যাণ ময়দানে প্রচারসভায় মহম্মদ সেলিম। নিজস্ব চিত্র।
ডোমকল এলাকাটি মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানকার জনকল্যাণ ময়দানের সভায় বরাবরই জনসমাগম ভালো হয়। চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রচারে এদিনও প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাই দেখে কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, “সকালের সূর্য দেখলে যেমন বলা যায় দিন কেমন যাবে। তেমনই ডোমকল জনকল্যাণ ময়দানের জনসভা দেখে বোঝা যায়, সেলিম ভাই জিতছে।” মাঠে জনতার ভিড় দেখে অধীরের আরও বক্তব্য, “তৃণমূল হবে খান খান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বাড়ি যান।” উপস্থিত জনতার উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ''বুথে বুথে এজেন্ট থাকুন, কোনও রিগিং করতে দেব না। সব রংবাজি রুখে দেব।''
[আরও পড়ুন: হুকিং করে ঝুপড়িতে এসি চালাচ্ছেন কাগজ কুড়ানি! বিস্মিত মেয়র পারিষদ]
অধীর চৌধুরীর বক্তব্যের বেশিরভাগই ছিল যৌথ প্রার্থী মহম্মদ সেলিমের (Md Selim) হয়ে প্রচারে নামতে কর্মী ও সমর্থকদের উদ্বুদ্ধ করার বার্তা। পাশাপাশি তিনি বলেন, ''মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে ভুলে যাবেন না। ওটা আপনার প্রাপ্য। আর মনে রাখবেন চালু প্রকল্প কেউ বন্ধ করতে পারবে না। রাজ্যের মানুষ ১০০ দিনের কাজ পাচ্ছে না, ঘরের টাকা পাচ্ছে না। দিদি বলছে, কেন্দ্র টাকা দিচ্ছে না। তা এত বিষয়ে দিদি সুপ্রিম কোর্টে মামলা করেন তো ১০০ দিনের টাকা নিয়ে মামলা করছে না কেন? এইভাবে কখন রাজ্য কখনও কেন্দ্র সরকারে নাম করে বক্তব্য রাখেন।'' উল্লেখ্য অধীর চৌধুরী নিজেও পাশের কেন্দ্র বহরমপুরের প্রার্থী। তাঁর সমর্থনেও সেলিম, সুজন চক্রবর্তীরা সভা করেছেন।
[আরও পড়ুন: সন্তান চেয়েছিল হামাস জঙ্গি! বন্দিদশার গল্প শোনালেন ইজরায়েলি তরুণী]
একইভাবে মহম্মদ সেলিমও তাঁর বক্তব্যে কর্মীদের উদ্বুদ্ধ করেন। বলেন, ''বাংলার ভবিষ্যৎ ঠিক করবে মুর্শিদাবাদ। অনেক দুর্নীতি, লুট হয়েছে। মাস্টারদের চাকরি চুরি হয়েছে। আর এমনটা হতে দেওয়া যাবে না। তাই আপনারা সংঘবদ্ধ হন। একটা সুখবর বলি। সেটা হল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, তৃণমূলের মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করা দরকার। এই সরকারের সব দপ্তর চুরি করেছে। সেই চোর তাড়াতে হবে।''