রাজকুমার, আলিপুরদুয়ার: নির্বাচন প্রক্রিয়া শেষ হতে না হতেই ভোটের গণনা নিয়ে আলিপুরদুয়ারে বিজেপি-তৃণমূল দুই শিবিরে শুরু জোর তরজা। তৃণমূল এই কেন্দ্রে টাকা দিয়ে গণনার ফলাফলে কারচুপি করার চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। শুক্রবার জেলা বিজেপি কার্যালয়ে দুপুরে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক।
গত বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনকে মেল করেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। আলিপুরদুয়ারের এডিএম জেলা পরিষদ সুবর্ণ রায়কে গণনা প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানান। তার একদিন পর শুক্রবার ফের গণনা কেন্দ্রে টাকা দিয়ে ফলাফলে কারচুপি করার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূলের। মনোজ বলেন, “কিছুদিন আগেই দুই তৃণমূল নেতা কলকাতায় গিয়ে সব সেট করে আসেন। কলকাতা থেকে শিলিগুড়িতে এক ব্যবসায়ীর কাছে প্রচুর টাকা আনা হয়। সেই টাকা মঙ্গল কি বুধবার পুলিশ গ্রিন করিডর করে আলিপুরদুয়ারে এনেছে। এই টাকা ছড়িয়ে গণনার দিন ফলাফলে কারচুপি করার প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল। আমাদের কাছে প্রমাণ রয়েছে।" তবে নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে কোন লিখিত অভিযোগ করেনি বিজেপি। মনোজ টিগ্গা বলেন, “সময় হলে আমরা লিখিত অভিযোগও করতে পারি। সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা বিষয়টি জনসমক্ষে আনলাম।”
[আরও পড়ুন: প্রয়াত কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ]
বিজেপি হেরে যাওয়ার ভয়ে এসব অভিযোগ করেছে বলে পালটা মনোজকে তোপ দেগেছেন প্রকাশ। প্রকাশ চিক বরাইক বলেন, “এই সব অভিযোগ ভোটের আগে করা উচিত ছিল। আসলে ওরা জানে ভোটের ফলাফল কী হতে চলেছে। আর সেই কারণে ভয়ে এসব উলটোপালটা বলছেন। জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে লোকসভা নির্বাচন হয়। সেখানে পর্যবেক্ষকরা ভোটগণনার সময়ও হাজির থাকেন। বিজেপি প্রার্থী কী বলছেন, তা উনিই জানেন। আমরা এবার আলিপুরদুয়ার লোকসভা আসন জিতছি।”
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল প্রথম দফায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোট হয়। বিজেপির শক্তঘাঁটি বলেই পরিচিত এই লোকসভা কেন্দ্র। এবার কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে টিকিট না দিয়ে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে প্রার্থী করে বিজেপি। আর সেই কারণে এবার এই কেন্দ্রের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে অনেকেই।