shono
Advertisement
Baharampur

বুথ থেকে মাত্র ১০০ মিটার দূরে বোমার বাঁধার সময় বিস্ফোরণ, উধাও আহতরা, চাঞ্চল্য কান্দিতে

৭ মে ভোট বহরমপুর লোকসভা কেন্দ্রে।
Posted: 12:11 PM Apr 25, 2024Updated: 02:19 PM Apr 25, 2024

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: ৭ মে ভোট বহরমপুর লোকসভা(Baharampur Lok Sabha) কেন্দ্রে। তার আগেই বিস্ফোরণে কেঁপে উঠল বড়ঞা মুনাইকান্দরা গ্রাম। বুধবার গভীর রাতে মাঠের ধারে পরিত্যক্ত একটি বাড়িতে পর পর বিস্ফোরণ হয় বলে খবর। অভিযোগ, বোমা বাঁধার সময় বিপত্তি। একাধিক ব্যক্তি জখম হয়েছেন বলে খবর। তাদের মধ্যে তৃণমূল কর্মীও রয়েছেন বলে সূত্রের খবর।

Advertisement

৭ মে অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠানের লড়াই। বহরমপুর কেন্দ্রে ভোটগ্রহণ। বিস্ফোরণস্থল কান্দি মহকুমার বড়ঞা মুনাইকান্দরা গ্রাম এই বহরমপুর লোকসভার অধীনে। যে ঘরটিতে বিস্ফোরণ হয়েছে সেটি মুনাইকান্দরা প্রাথমিক স্কুল অর্থাৎ বুথের চেয়ে ১০০-১৫০ মিটার দূরে। সেখানে বিস্ফোরণ ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আদৌ শান্তিপূর্ণ ভোট হবে তো, তা নিয়ে চিন্তায় এলাকাবাসী। তাঁদের দাবি, প্রতি বছরই এলাকায় বোমা বাঁধা হয়। এবারও নির্বাচনী আবহে বোমা মজুত করা হচ্ছিল।

[আরও পড়ুন: আমেঠি-রায়বরেলিতে মনোনয়নের আগেই রামলালার দর্শনে অযোধ্যায় রাহুল-প্রিয়াঙ্কা! তুঙ্গে জল্পনা]

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মাঠের ধারে পরিত্যক্ত ঘরে বিস্ফোরণ ঘটে। অভিযোগ, ভোটের আবহে সেখানে বোমা বাঁধা চলছিল। সেই সময় একটি বোমা ফাটে। তার পর একাধিক বিস্ফোরণে শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণস্থলের চারিদিকে রক্ত ছড়িয়ে থাকলেও কোনও আহতকে পাওয়া যায়নি। এমনকী, নিকটবর্তী হাসপাতালেও কাউকে পাওয়া যায়নি। স্থানীয় হাসপাতালেও খোঁজ মেলেনি কারও। তবে বিস্ফোরণে ২-৩ জন জখম হয়েছেন বলে আশঙ্কা। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘ভোট না দিন, অন্তত আমার শেষকৃত্যে আসবেন’, নিজের গড়ে আবেগঘন আবেদন খাড়গের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement