shono
Advertisement

ভোট ছেড়ে প্রমোদ ভ্রমণ! এবার কেন্দ্রীয় বাহিনীর উপরও নজরদারি চালাবে কমিশন

Published By: Subhankar PatraPosted: 11:44 AM Apr 12, 2024Updated: 01:01 PM Apr 12, 2024

সুদীপ রায়চৌধুরী: ভোটের সময় এলাকায় দেখা নেই আধা সেনা জওয়ানদের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এমন অভিযোগ নতুন নয়। সেই কথা মাথায় রেখে এই প্রথমবার লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির উপর নজরদারি রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

Advertisement

কমিশন (National Election Commission) সূত্রে খবর, ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির হদিশ রাখা হবে এবার। কমিশনের নিজস্ব 'সার্ভেল‌্যান্স টিম' এই নজরদারির কাজ চালাবে বলে জানা যাচ্ছে। ভোটের ডিউটি ছেড়ে অতীতে একাধিকবার দলবেঁধে বেড়াতে যাওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। কখনও তৃণমূল কংগ্রেস(TMC), কখনও বাম বা কংগ্রেস বা বিজেপি (BJP) অভিযোগ এনেছে এ বিষয়ে। কখনও অভিযোগ উঠেছে ভোটের কাজ না করে বাহিনীর জওয়ানরা ঘুরে বেড়িয়েছেন চিড়িয়াখানায়। কখনও হাজারদুয়ারি বা অন‌্য কোনও দর্শনীয় স্থানেও ঘুরতে চলে গিয়েছেন।

[আরও পড়ুন: প্রথম দফার ভোটের ৩ দিন আগে ফের উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী, কলকাতায় মোদির রোড শো ঘিরে জটিলতা]

টিভি চ‌্যানেলে বা সংবাদপত্রে সেই পর্যটকের মেজাজে ঘুরে বেড়ানো জওয়ানদের ছবিও দেখা গিয়েছে। যা বিড়ম্বনায় ফেলেছে কমিশনকেই। সেই অস্বস্তিকর অভিজ্ঞতার অবসানেই কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির উপর ভোটের দুদিন আগে থেকেই নজর রাখার সিদ্ধান্ত বলে কমিশনে সূত্রে খবর। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যে ভোট নেওয়া হবে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে। এই তিন কেন্দ্রে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ১০,৮৭৫ জন রাজ্য পুলিশ থাকবে বলে বৃহস্পতিবার কমিশন সূত্রে খবর।

[আরও পড়ুন: নতুন বছরে চড়চড়িয়ে বাড়বে গরম, পয়লা বৈশাখের আনন্দ মাটি করবে বৃষ্টি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement