সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা থেকে কত আসন পাবে বিজেপি? বিভ্রান্ত খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই(Amit Shah)। বছর খানেক আগে তিনি নিজেই রাজ্যের জন্য ৩৫ আসনের টার্গেট বেঁধে দেন। মাস কয়েক আগে সেটা নিজেই নামিয়ে আনেন ২৫-এ। এখন আবার নিজেই বলছেন, বাংলায় ৩০ আসন চাই। রাজনৈতিক মহল বলছে, হয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই জানেন না বাংলায় ঠিক কোথায় দাঁড়িয়ে তাঁর দল, নয়তো তিনি দলের ভালো ফল নিয়ে আত্মবিশ্বাসী নন।
গত বছর এপ্রিল মাসে সিউড়িতে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) পাশে বসিয়ে প্রকাশ্য সমাবেশে বাংলা থেকে বিজেপি ৩৫ আসন পাবে বলে দাবি করেন। কিন্তু শাহর দাবি কি আদৌ বাস্তবসম্মত? সেটা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয় গেরুয়া শিবিরের অন্দরেই। অভিযোগ ওঠা শুরু করে, কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝানো হচ্ছে। রাজ্য থেকে যে রিপোর্ট দিল্লিতে পাঠানো হচ্ছে তাতে ব্যাপক জল মেশানো।
[আরও পড়ুন: বিজেপি-তৃণমূলের লড়াইয়ে নেপোয় মারে দই! দলীয় কার্যালয় থেকে চেয়ার নিয়ে চম্পট চোরের]
শাহও সম্ভবত সেটা বুঝতে পারেন। সেকারণেই নিজের লক্ষ্যমাত্রা কমিয়ে আনেন তিনি। কিছুদিন আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বিজেপি সভাপতি বলেন, এ রাজ্যে অন্তত ২৫ আসন পাবে বিজেপি। অর্থাৎ প্রথমে তিনি যে টার্গেট বেঁধে দিয়েছিলেন সেটার চেয়ে ১০ আসন কম। বুধবার বালুরঘাটের সভা থেকে আবার নয়া টার্গেট দিলেন শাহ। এবার বললেন,"বাংলা থেকে ২০২৪-এ (Lok Sabha 2024) বিজেপিকে ৩০ আসন দিন।" জনতাকে চেনা মেজাজে প্রশ্ন করেন, কি বাংলায় বিজেপি ৩০ আসন পাবে তো? স্বাভাবিক ভাবেই সমবেতা জনতা সম্মতিসূচক উত্তর দেয়।
[আরও পড়ুন: প্রচারে বেরিয়ে মহিলাদের চুমু, পিঠে হাত খগেনের! বিজেপি প্রার্থীর কাণ্ডে বিতর্ক তুঙ্গে]
কিন্তু এদিনের শাহী বয়ানে প্রশ্ন উঠছে, স্বরাষ্ট্রমন্ত্রী আদৌ বাংলা থেকে সঠিক রিপোর্ট পাচ্ছেন তো? নাকি বিজেপির অন্দরেই আসন প্রাপ্তির সম্ভাবনা বা টার্গেট নিয়ে বিভ্রান্তি রয়েছে। নাকি শাহ খারাপ ফলের পূর্বাভাস পেয়েই কর্মীদের উদ্বুদ্ধ করতে আসনের টার্গেট বাড়িয়ে দিচ্ছেন? উত্তর মিলবে ভোটের ফলপ্রকাশের পরই।