সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে সর্বভারতীয় স্তরে লড়ছে এনডিএ বনাম INDIA জোট। তবে বাংলার ক্ষেত্রে এমন কোনও জোটের অস্তিত্ব নেই। এখানের ৪২ টি আসনে রাজ্যের শাসকদল তৃণমূল একক শক্তিতে লড়ছে। তবে কেন্দ্রে বিরোধীরা ক্ষমতায় এলে সঙ্গে থাকবে তৃণমূল। কারণ, এই জোটের মূল উদ্যোক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই তিনি বার বার এনিয়ে বক্তব্য রেখেছেন। কিন্তু বুধবার শ্রীরামপুরের নির্বাচনী জনসভা থেকে INDIA জোট নিয়ে তাঁর মতামত ছিল ভিন্ন। বলেছিলেন, ২০২৪-এ দিল্লিতে সরকার গড়বে INDIA জোট (INDIA Alliance)। সেই সরকারকে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার আবার এবিষয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার সভা থেকে বললেন, ''INDIA জোটে আমরা আছি, থাকব। আমরাই ক্ষমতায় আসব।''
আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কেন্দ্র থেকে বিজেপি সরকারকে সরাতে বিরোধীদের এক ছাতার নিচে নিয়ে আসার উদ্য়োগ ছিল তৃণমূল নেত্রীরই। তাঁর ডাকে সাড়া দিয়ে যে রাজনৈতিক দলগুলি এই যুদ্ধে শামিল হয়েছিলেন, তাঁদের নিয়ে INDIA অর্থাৎ India National Developmental Inclusive Alliance-এর নামকরণও তিনিই করেছেন। কিন্তু রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের। রাজ্যের শাসকদলের দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সিপিএম-প্রীতিই এর জন্য দায়ী। আবার কংগ্রেস বলে, তৃণমূল তাঁদের নামমাত্র দুটি আসন ছাড়তে চেয়েছিল। তাই আলাদা লড়ার সিদ্ধান্ত। কারণ যাই হোক, রাজ্যে ইন্ডিয়া জোটের দুই শরিক বাম ও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের।
[আরও পড়ুন: দিঘার পথে দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস]
যদিও পরবর্তী সময়ে তৃণমূল নেত্রী বারবার বলেছেন, জোটের ব্যাপারটা তিনি ভোটের পর দেখবেন। নির্বাচন পরবর্তী জোটের ইঙ্গিত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জোটে সরাসরি যোগ দিতে পারেন, তেমনটাই দাবি করেছিলেন। তবে বুধবার তাঁর সেই বক্তব্য থেকে খানিকটা সরে এসে জানান, INDIA জোট কেন্দ্রে ক্ষমতায় এলে তৃণমূল তাঁদের বাইরে থেকে সমর্থন দেবেন। কিন্তু পরদিন অর্থাৎ বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে ফের অবস্থান বদল করেন মমতা। বলেন, ‘‘সর্বভারতীয় স্তরে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম। আমরা জোটে থাকব। অনেকে আমাকে ভুল বুঝেছে। আমি জোটে আছি। আমি তো ওই জোট তৈরি করেছি। আমি জোটে থাকবও। এখানকার সিপিএম নেই। এখানকার কংগ্রেস নেই। কিন্তু সর্বভারতীয় স্তরে আমরা জোটে থাকব। ভুল বোঝাবুঝির কোনও জায়গা নেই। ভুল খবর ছড়িয়েছে। এতে বিভ্রান্তি হচ্ছে। ’’