সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে(Lok Sabha Election 2024) বসিরহাটের সন্দেশখালিতে নজর সকলের। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ সত্ত্বেও কি গড় ধরে রাখতে পারবে ঘাসফুল শিবির? নাকি বিজেপির রেখা পাত্রকে ভরসা করবে বসিরহাটবাসী, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবমহলে। এরই মাঝে ভোট দিয়ে বেরিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র(Rekha Patra) দাবি করলেন, সন্দেশখালিতে পদ্ম ফুটবেই। রেখার কথায়, "এই ভোট মা-বোনদের সম্মানের, যারা এতদিন ধরে অত্যাচার সহ্য করছেন।"
গত কয়েকমাস ধরে শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। তৃণমূল নেতাদের উপর বসিরহাটের এই দ্বীপ অঞ্চলের বাসিন্দাদের অসন্তোষকেই লোকসভা নির্বাচনে হাতিয়ার করতে চেয়েছিল বিজেপি। সেই কারণেই প্রার্থী হিসবে সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্রকে নির্বাচন করেছিল গেরুয়া শিবির। খোদ প্রধানমন্ত্রী রেখাকে ফোন করেছেন। সন্দেশখালির মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। এদিকে ভোটের মুখে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসায় খানিকটা ব্যাকফুটে চলে যায় বিজেপি। তৃণমূলের তরফে দাবি করা হয়, সন্দেশখালিতে যে ভয়ংকর অভিযোগ উঠেছে তার অনেকটাই সাজানো, বিজেপির ছক। ওই ভিডিওকে হাতিয়ার করে সন্দেশখালির মাটি পুনরুদ্ধারের লড়াইয়ে নামে শাসকদল। তবে জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী রেখা পাত্র।
[আরও পড়ুন: হুইলচেয়ারে মা, সকালে ভোট দিলেন রাজ-শুভশ্রী, গণতন্ত্রের উৎসবে শামিল কোয়েল-নুসরতরা]
শনিবার সকালে নিজের বুথে গিয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থী। এর পরই শাসকদলের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, "তৃণমূল অশান্তির চেষ্টা করছে। তবে এই ভোট বাংলার মা-বোনের সম্মানের, যারা দিনের পর দিন অত্যাচার সহ্য করেছেন। মোদির হাত শক্ত করতেই হবে।" এর পরই দৃঢ় কন্ঠে তিনি বলেন, "সন্দেশখালিতে পদ্ম ফুটবেই।"