shono
Advertisement

লোকসভা ভোটের ঢাকে কাঠি! রবিবার থেকেই রাজ্য সফরে জাতীয় নির্বাচন কমিশন

লোকসভা ভোট কি এগিয়ে আসছে?
Posted: 02:11 PM Jan 05, 2024Updated: 06:36 PM Jan 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। রবিবার থেকেই রাজ্য সফর শুরু করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ থেকে শুরু হবে কমিশনের রাজ্যসফর।

Advertisement

লোকসভা ভোট এগিয়ে আনতে পারে বিজেপি। আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মুখেও একই ‘আশঙ্কা’র কথা শোনা গিয়েছে। সেই জল্পনার মধ্যেই লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। যদিও কমিশনের এই সফর নিতান্তই রুটিন সফর। এর সঙ্গে ভোট এগিয়ে আনার কোনও সম্পর্ক নেই।

[আরও পড়ুন: দিনেদুপুরে প্রকাশ্যে শুটআউট কামারহাটিতে, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি]

বরং সময়মতো ভোট করানোর জন্যই এখন থেকে প্রস্তুতি শুরু করা জরুরি। কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের মেয়াদ শেষ হচ্ছে ১৬ মে। তার আগেই শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া। সব ঠিক থাকলে এপ্রিল থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। সুতরাং হাতে আর বেশি সময়ও নেই। হিসাব মতো মাস দুয়েক বাদেই ভোট ঘোষণা হওয়ার কথা। তাই এখন থেকেই প্রস্তুতিতে নামছে কমিশন।

[আরও পড়ুন: বৃহৎ অর্থনীতির মধ্যে দ্রুততম বৃদ্ধি ভারতেরই, সিলমোহর রাষ্ট্রসংঘের রিপোর্টে]

কমিশন সূত্রের খবর, আগামী ৭ থেকে ১০ জানুয়ারি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে সফর করবে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল এর পর একে একে যাবেন অন্য রাজ্যগুলিতেও। সব রাজ্যের স্থানীয় আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তাঁরা। এরপর রাজ্যে রাজ্যে শুরু হয়ে যাবে ভোটের চূড়ান্ত প্রস্তুতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement