সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদি সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলে যে এনডিএ'র শরিক দলগুলির বিশেষ সায় নেই, তা নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। এবার প্রকাশ্যেই একপ্রকার সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে দিলেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু। সরকারি ইফতার পার্টি থেকে স্পষ্ট বলে দিলেন, ওয়াকফ সম্পত্তি রক্ষা করা তাঁর সরকারের প্রাথমিক কর্তব্য। যে কোনও মুল্যেই সেটা করা হবে।

বৃহস্পতিবার বিজয়ওয়াড়ায় সরকারি ইফতার পার্টি থেকে নায়ডু বললেন, "তেলুগু দেশম পার্টি বরাবর ওয়াকফ সম্পত্তি রক্ষা করে এসেছে। আগামী দিনেও সেটা করবে।" তাঁর দাবি, আগের সরকারের নির্দেশে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল। আমরা সেই নির্দেশ প্রত্যাহার করেছি। সংখ্যালঘুদের প্রতি সুবিচার হয়েছে।" একই সঙ্গে নায়ডু বলছেন, "এনডিএর আমলেই মুসলিমরা ভালো থাকবেন।" ওই অনুষ্ঠানে থেকে ইমামদের ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা করার ঘোষণাও করেছেন তিনি। আগে অন্ধ্রে ইমামরা মাসিক ৫ হাজার ৩০০ টাকা ভাতা পেতেন।
নায়ডুর এই অবস্থানে ওয়াকফ বিল নিয়ে এনডিএ-র অন্দরে সংশয়ের বাতাবরণ তৈরি হবে তাতে সংশয় নেই। গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল। এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল সরকার। প্রাথমিকভাবে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত কমিটিকে সময় দেওয়া হয়। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই ১৪টি সংশোধনী-সহ ওয়াকফ বিলকে সবুজ সংকেত দেয় কমিটি। কেন্দ্র ওই বিলটি পাশ করিয়ে আইন করতে চায়। সেক্ষেত্রে টিডিপির সমর্থন প্রয়োজন। কিন্তু নায়ডুর যা সুর, তাতে তিনি শেষপর্যন্ত আদৌ ওই বিলকে সমর্থন করবেন কিনা, সংশয় রইল।