shono
Advertisement
Light Combat Helicopter

ঘুম উড়বে চিন-পাকিস্তানের, 'হ্যাল'কে ১৫৬টি 'প্রচণ্ড' হেলিকপ্টার তৈরির বরাত দিল কেন্দ্র

হ্যালের সঙ্গে ৬২ হাজার কোটি টাকার চুক্তিতে অনুমোদন।
Published By: Amit Kumar DasPosted: 09:08 PM Mar 28, 2025Updated: 09:08 PM Mar 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে পাকিস্তান, অন্যদিকে চিন। দীর্ঘ বছর ধরে এই দুই প্রতিবেশী ভারতের মাথাব্যাথার অন্যতম কারণ। সীমান্তে দুই 'শত্রু'কে জব্দ করতে এবার বড়সড় চুক্তি প্রতিরক্ষামন্ত্রকের। সীমান্তে কড়া নজর রাখতে 'প্রচণ্ড' নামের ১৫৬টি লাইট কমব্যাট হেলিকপ্টার বানানোর বরাত দিল কেন্দ্র। শুক্রবারই এই প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে সরকার। ভারতেই কপ্টারগুলি তৈরি করবে রাষ্ট্রায়াত্ব সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হ্যাল।

Advertisement

কেন্দ্রের তরফে জানা যাচ্ছে, এই ১৫৬টি হেলিকপ্টার তৈরি করতে হ্যালের সঙ্গে ৬২ হাজার কোটি টাকার চুক্তিতে অনুমতি দিয়েছে নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি। কর্নাটকের বেঙ্গালুরু এবং তুমকুরে হ্যালের কারখানায় প্রস্তুত করা হবে কপ্টারগুলি। জানা যাচ্ছে, এই প্রথমবার এত বিরাট অঙ্কের বরাত পাচ্ছে হ্যাল। কাজ সম্পন্ন হওয়ার পর ১৫৬টি কপ্টারের মধ্যে ৯০টি দেওয়া হবে ভারতীয় সেনাকে এবং ৬৬টি দেওয়া হবে বায়ুসেনাকে। জানা যাচ্ছে, চিন ও পাক সীমান্তে নজরদারি চালাতে হালকা ওজনের অত্যাধুনিক এই কপ্টার অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে।

জানা যাচ্ছে, সালের অক্টোবর মাসে প্রথমবার দেশের বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছিল প্রচণ্ড নামের এই অত্যাধুনিক হেলিকপ্টারগুলি। এই কপ্টার ৫হাজার মিটার অর্থাৎ ১৬ হাজার ফুট উচ্চতায় সাবলীলভাবে উড়তে সক্ষম। সিয়াচেন ও লাদাখের মতো সুউচ্চ স্থানে শত্রুর উপর নজরদারি চালাতে এই হেলিকপ্টার ব্যাপক কার্যকর হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে মাটিতে নিখুঁত নিশানায় মিসাইল ছুড়তেও এর জুড়ি মেলা ভার।

এর পাশাপাশি এই কপ্টারে রয়েছে ইন্টিগ্রেটেড ডেটা চিপ। যার ফলে নেটওয়ার্ক কেন্দ্রিক কাজকর্ম করতে সক্ষম এই কপ্টার। যা কোনওরকম যুদ্ধ পরিস্থিতিতে সেনাকে বাড়তি সুবিধা প্রদান করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সীমান্তে দুই 'শত্রু'কে জব্দ করতে এবার বড়সড় চুক্তি প্রতিরক্ষামন্ত্রকের।
  • সীমান্তে কড়া নজর রাখতে 'প্রচণ্ড' নামের ১৫৬টি লাইট কমব্যাট হেলিকপ্টার বানানোর বরাত দিল কেন্দ্র।
  • শুক্রবারই এই প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে সরকার।
Advertisement