shono
Advertisement

কেমন দেখতে হবে নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট?

রিজার্ভ ব্যাঙ্কের তরফে নোট দু'টির স্পেসিমেন কপির ছবি প্রকাশিত হয়েছে৷ The post কেমন দেখতে হবে নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:19 AM Nov 09, 2016Updated: 09:49 PM Nov 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ অর্থাৎ মঙ্গলবার মধ্যরাত থেকে নিষিদ্ধ হয়ে গেল ৫০০ এবং ১০০০ টাকার নোট৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, দেশে সন্ত্রাস হানা এবং জাল নোটের রমরমা রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হল৷ এই ঘোষণার পরই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, ১০ নভেম্বর থেকেই পাওয়া যাবে নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট৷ কেন্দ্রীয় রাজস্ব সচিব জানাচ্ছেন, এই নোট জাল করা সহজ হবে না৷ সেই নতুন নোট দু’টি দেখতে ঠিক কেমন হবে, তার ছবি প্রকাশ করল এক সংবাদ সংস্থা৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে নোট দু’টির স্পেসিমেন কপির ছবি প্রকাশিত হয়েছে৷

Advertisement

আজ মধ্যরাত থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোটের আর কোনও মূল্য থাকবে না৷ বুধবার সমস্ত ব্যাঙ্ক এবং এটিএম বন্ধ থাকবে৷ বৃহস্পতিবারও বেশিরভাগ এটিএম বন্ধ থাকবে৷ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মাথায় হাত৷ খবর ঘোষণার পর থেকেই এটিএম-এর সামনে লম্বা লাইন পড়তে শুরু করেছে৷ তবে আপাতত ২০০০ টাকার বেশি অর্থ এটিএম থেকে তোলা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ পরবর্তীকালে এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়বে৷ এর পাশাপাশি আপাতত ব্যাঙ্ক থেকে একদিনে সর্বোচ্চ ১০ হাজার এবং এক সপ্তাহে সর্বোচ্চ ২০ হাজার টাকা তোলা যাবে৷

The post কেমন দেখতে হবে নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement