shono
Advertisement

সোদপুরে রেললাইনের উপর বিকল লরি, আপ ও ডাউন লাইনে ব্যাহত ট্রেন চলাচল

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ভোগান্তিতে অফিস যাত্রীরা।
Posted: 10:43 AM Oct 10, 2022Updated: 11:00 AM Oct 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেললাইনের উপর বিকল লরি। সোদপুরের ৮ নম্বর রেলগেটে বিপত্তি। তার জেরে আপ ও ডাউন লাইনে রেল চলাচলে বিঘ্ন। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ভোগান্তিতে অফিস যাত্রীরা।

Advertisement

সোমবার সকাল ৮টা ২৫ মিনিট সোদপুরের ৮ নম্বর রেলগেট পারাপার করছিল একটি লরি। সেই সময় আচমকাই লরিটি বিকল হয়ে যায়। আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও খড়দহ থানার পুলিশ। লরিটিকে সরানোর তোড়জোড় শুরু হয়।

[আরও পড়ুন: ‘বুকে ঘুসি মেরেছে’, বন্ধুকে ফোনে প্রেমিকার মায়ের দুর্ব্যবহারের কথা জানান হরিদেবপুরের অয়ন]

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই ভোগান্তিতে আমজনতা। ট্রেনের বদলে অন্য কোনও পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন অফিসযাত্রীরা।

[আরও পড়ুন: লক্ষ্মীপুজোর সন্ধেয় কাঁথির অধিকারী বাড়িতে সুকান্ত মজুমদার, ফুলের স্তবকে স্বাগত জানালেন শুভেন্দু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার