shono
Advertisement

বালাকোট হামলার জের, পদ খোয়ালেন আইএসআই প্রধান

নয়া আইএসআই প্রধান পদে নিযুক্ত ফৈয়াজ হামিদ।  The post বালাকোট হামলার জের, পদ খোয়ালেন আইএসআই প্রধান appeared first on Sangbad Pratidin.
Posted: 12:14 PM Jun 18, 2019Updated: 12:14 PM Jun 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালাকোট হামলার জেরে পদ খোয়ালেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির। তাঁর জায়গায় কুখ্যাত পাক গোয়েন্দা সংস্থাটির নয়া প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ফৈয়াজ হামিদকে। 

Advertisement

[আরও পড়ুন: হুডিনি হতে চেয়েছিলেন ম্যানড্রেক, রেকর্ড ভাঙতে গিয়ে দীর্ঘ মৃত্যুমিছিল]

বালকোটে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের বিমান হানার পর থেকেই আইএসআইয়ের অন্দরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। হামলার আগাম খবর দিতে কেন ব্যর্থ হয় সংস্থাটি? প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় তৎকালীন আইএসআই প্রধান আসিম মুনিরের দিকে। সূত্রের খবর, বালাকোট হামলার পর পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার রোষের মুখে পড়তে হয় লেফটেন্যান্ট জেনারেল মুনিরকে। উপর ক্রমশ চাপ বাড়তে থাকে তাঁর উপর। তারপর থেকেই তাঁকে সরানো হতে পারে বলে জল্পনা বাড়ছিল। গত বছরের অক্টোবর মাসে মুনিরকে আইএসআইয়ের প্রধানের পদে নিয়োগ করেছিল পাক সরকার। গত আট মাসে এনিয়ে দ্বিতীয়বার ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পদে রদবদল করা হল। এদিকে, আইএসআইয়ের নয়া প্রধান ফৈয়াজ হামিদ পাক সেনাপ্রধানের বিশেষ আস্থাভাজন বলে পরিচিত। এর আগে আইএসআইয়ের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।  

সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এনিয়ে তৃতীয়বার আইএসআই প্রধানের পদে রদবদল করলেন বাজওয়া। নিযুক্ত হওয়ার মাত্র আট মাস পরই পদ খোয়াতে হল আসিম মুনিরকেও। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পড়শি দেশটিতে গণতন্ত্র প্রহসন মাত্র। দাঁতাল হাতির বিরাট দু’টি দাঁতের মতোই তা দেখনদারি মাত্র। আদতে পাকিস্তানের রাশ রয়েছে রাওয়ালপিণ্ডির হাতে। পাক সেনাপ্রধানের পর ওই দেশটির দ্বিতীয় ক্ষমতাশালী লোক আইএসআই প্রধান। ফলে হামিদের নিযুক্তির উপর কড়া নজর রাখছে ভারত। সন্ত্রাসের আবহে ও বালাকোট পরবর্তী পরিস্থিতিতে দু’দেশের সম্পর্ক কীভাবে সামলাবেন আইএসআইয়ের নয়া প্রধান, তা নিয়েও জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তারপরই বদলা নিয়ে পাক ভূখণ্ডের বালাকোটে জঙ্গি শিবির লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল ভারত।    

[আরও পড়ুন: ফুটবল ম্যাচ দেখার সময় আত্মঘাতী বিস্ফোরণ, নাইজেরিয়ায় মৃত কমপক্ষে ৩০]

The post বালাকোট হামলার জের, পদ খোয়ালেন আইএসআই প্রধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement