shono
Advertisement

‘মা সরস্বতী বিভাজন করেন না’, কর্ণাটকের কলেজে হিজাব বিতর্কে মন্তব্য রাহুল গান্ধীর

রাহুলকে পালটা তোপ দেগেছে কর্ণাটক বিজেপি।
Posted: 03:55 PM Feb 05, 2022Updated: 03:57 PM Feb 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের ডিসেম্বর মাস থেকে বিজেপি (BJP) শাসিত কর্ণাটকের (Karnataka) কলেজে মুসলিম ছাত্রীদের হিজাবে পরে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত কয়েক দিনে তা চরমে পৌঁছেছে। এবার এই বিষয়ে মুসলিম ছাত্রীদের পাশে দাঁড়িয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন রাহুল টুইট করেন, শিক্ষার পথে হিজাবকে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি। পালটা রাহুলকে তোপ দেগেছে বিজেপি।

Advertisement

সম্প্রতি কর্নাটকের উডুপি জেলায় প্রশাসনের তরফে হিজার পরে ছাত্রীদের ক্লাস যাওয়া নিয়ে বিধিনিষেধ জারি হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, হিজাব পরে ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। স্কার্ফ পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করা যাবে। তবে সেই স্কার্ফের রঙ হবে দোপাট্টার রঙে। ক্যাম্পাস এবং কলেজ ক্যান্টিনে অন্য কোনও পোশাক পরতে দেওয়া হবে না। এই প্রশাসনিক ‘বার্তা’ পেয়ে উডুপি জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান মেয়েদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছে কর্ণাটক হাই কোর্টে। আরও তিনটি কলেজ গতকাল ঘোষণা করে, হিজাব পরে ক্লাসে ঢোকা যাবে না। এরপরই নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

শুক্রবার কর্ণাটকের সমুদ্র উপকূলবর্তী শহর কুন্দাপুরের ভান্ডারকরস আর্টস অ্যান্ড সায়েন্স কলেজে বিক্ষোভ দেখান প্রায় ৪০ জন মুসলিম ছাত্রী। তারপরেও কলেজ কর্তৃপক্ষ তাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনমতি দেয়নি। সরস্বতী পুজোর সকালে এই বিষয়েই কর্ণাটকের বিজেপি সরকারকে তোপ দাগেন রাহুল গান্ধী।

[আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! পরিচারিকার বেদম প্রহারে মস্তিষ্কে আঘাত, হাসপাতালের ICU-তে ভরতি শিশু]

শনিবার রাহুল টুইট করেন, “শিক্ষার পথে হিজাবকে বাধা হতে দিয়ে আমরা ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি। মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন। তিনি বিভেদ করেন না।”

এদিকে রাহুলের গরম মন্তব্যের পরেই পালটা তোপ দেগেছে কর্ণাটক বিজেপি। তাদের অভিযোগ, শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতা ঢোকাচ্ছেন কংগ্রেস নেতা। কর্ণাটক বিজেপির টুইটে বলা হয়, “শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতা, এভাবে রাহুল গান্ধী প্রমাণ করলেন যে তিনি ভারতের ভবিষ্যতের জন্য বিপজ্জনক।” কর্ণাটক বিজেপির তরফে আরও বলা হয়, “শিক্ষার জন্য হিজাব যদি এতই গুরুত্বপূর্ণ, তবে রাহুল কেন কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে তা পরা আবশ্যক করছেন না।”

[আরও পড়ুন: স্ত্রীর আধার কার্ড ব্যবহার করে প্রেমিকার সঙ্গে হোটেলে প্রেম, গ্রেপ্তার ব্যবসায়ী]

উল্লেখ্য, মুসলিম ছাত্রীদের ক্লাসরুমে হিজাব পরা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছে রাজ্য সরকারও। কিছু কলেজ হিজাব পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিয়েছে বটে, তবে ছাত্রীরা ওই পোশাক পরে ক্লাস করতে পারবেন কিনা, সেই বিষয়ে স্পষ্ট করা হয়নি। এদিকে মুসলিম ছাত্রীদের দাবি, তাঁদের হিজাব পরেই ক্লাস করার অনুমতি দিতে হবে।সব মিলিয়ে উত্তপ্ত দক্ষিণের রাজ্যটি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement