shono
Advertisement

প্রেমিকার বরকে খুন করতেই ‘বিয়ের উপহার’মিউজিক সিস্টেমে রাখেন বোমা! গ্রেপ্তার প্রেমিক

বিস্ফোরণে মৃত্যু হয়েছে নববিবাহিত যুবক ও তাঁর দাদার।
Posted: 09:23 AM Apr 05, 2023Updated: 09:44 AM Apr 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছত্তিশগড়ে বিয়েতে উপহার পাওয়া মিউজিক সিস্টেমে বিস্ফোরণে মৃত্যু হয়েছে সদ্য বিবাহিত যুবক এবং তাঁর দাদার। শুরুতে ধন্দ থাকলেও মঙ্গলবার রাতের মধ্যেই বিস্ফোরণ-রহস্য উন্মোচন করেছে পুলিশ। নববধূর প্রাক্তন প্রেমিক এই কাণ্ড ঘটিয়েছে। পরিকল্পনা মাফিক মিউজিক সিস্টেমের ভিতরে বিস্ফোরক ভরে উপহার দিয়েছিল সে। এর ফলেই গান শোনার জন্য বিদ্যুৎসংযোগের পরেই ভয়ংকর বিস্ফোরণ ঘটে। তাতেই মৃত্যু হয় বর ও তাঁর দাদার। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

Advertisement

মৃত যুবকের নাম হেমেন্দ্র মেরাওয়ি (২২)। ১ এপ্রিল তাঁর বিয়ে হয়েছিল। বিয়েতে বিশাল একটি মিউজিক সিস্টেম উপহার পেয়েছিলেন নবদম্পতি। সোমবার উপহার পাওয়া মিউজিক সিস্টেমে গান শুনতে চান পরিবারের সদস্যরা। সেই মতো বিদ্যুতের বোর্ডে প্লাগ গুঁজে সুইচ টিপতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হেমেন্দ্রর। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় হেমেন্দ্রর দাদা-সহ ৫ জনকে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দাদা রাজকুমারের (৩০)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন দেড় বছর বয়সি এক শিশু-সহ আরও চারজন। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। কী করে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে ধন্দে ছিলেন তাঁরা। তবে তদন্তে নেমে উপহারের তালিকা খতিয়ে দেখতেই বিষয়টি জলের মতো স্পষ্ট হয়ে যায়।

[আরও পড়ুন: সিকিমে তুষারধস: মৃত বাংলার দুই পর্যটক, আজও বন্ধ ছাঙ্গু-নাথু লার রাস্তা]

আগেই অবশ্য মিউজিক সিস্টেমে বিস্ফোরক পেয়েছিল ফরেন্সিক বিশেষজ্ঞরা। এর ফলে দুইয়ে দুইয়ে চার হয়। কারণ ওই বড়সড় উপহারটি দিয়েছিলেন সদ্য বিবাহিতা তরুণীর প্রাক্তন প্রেমিক। এরপরই সরজু নামের ওই যুবককে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ। কবীরধামের অতিরিক্ত পুলিশ সুপার মণীশ ঠাকুর জানিয়েছেন, পুলিশি জেরায় যুবক স্বীকার করেছেন, প্রেমিকা বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তিনি। বদলা নিতেই মিউজিক সিস্টেমে বিস্ফোরক ভরে উপহার দিয়েছিলেন।

[আরও পড়ুন: প্রেমিককে খুনের পর দেহ টুকরো টুকরো করে কেটে মাটিতে পুঁতে দিল যৌনকর্মী, তারপর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement