সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগে হোয়াটসঅঅ্যাপ ভয়েস মেসেজে স্ত্রীকে তালাক দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এক যুবক। এবার শ্বশুরবাড়ির ঠিকানায় তিনটি চিঠি লিখে স্ত্রীকে তালাক দিলেন এক ব্যক্তি। তরুণী তিন চিঠিতেই লেখেন ‘‘তালাক তালাক তালাক’’। এক্ষেত্রেও যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এই ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনী জেলার ঘোসালা এলাকার। অভিযুক্তের যুবকের নাম ঈশান সাতানিয়া। ২০২০ সালের নভেম্বর মাসে বিয়ে করেন তিনি। তিন বছর দাম্পত্য জীবন কাটালেও সংসার সুখের ছিল না। তরুণী দাবি করেছেন, বিয়ের কয়েক মাস পর থেকেই অশান্তি শুরু হয়। ঈশানের পরিবারের সদস্যরা তাঁকে হেনস্থা করতেন। পণের চাওয়া-পাওয়া নিয়ে শ্বশুরবাড়িতে অশান্তি লেগেই থাকত। এমনকী পরিস্থিতি মাত্রাছাড়া হলে বাপের বাড়ি চলে যেতে বাধ্য হন তরুণী।
[আরও পড়ুন: জগন্নাথদেব নিয়ে বিতর্কিত মন্তব্য! উপবাস করে প্রায়শ্চিত্তের সিদ্ধান্ত সম্বিতের]
বাপের বাড়ির ঠিকানাতেই সম্প্রতি তিনটি চিঠি পৌঁছায়। পুলিশের কাছে তরুণী অভিযোগ করেছেন, তিনটি চিঠি পাঠিয়েছেন ঈশান। ২৮ ফেব্রুয়ারি, ২ এপ্রিল এবং ৮ মে-র চিঠিতে লেখা হয়েছে "তালাক তালাক তালাক"। স্ত্রীকে বিচ্ছেদ দিতেই ওই চিঠি ঈশানের। এর পরই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। উল্লেখ্য, ‘তাৎক্ষণিক তিন তালাক’ বা তালাক-ই-বিদ্দত প্রথা ‘অসাংবিধানিক’। এমনকী এর জেরে তিন বছরের জেল পর্যন্ত হতে পারে। সেই আইনেই হোয়াটসঅ্য়াপে ভয়েস মেসেজে স্ত্রীকে তালাক দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।