shono
Advertisement

রোহিঙ্গা মহিলাকে মারধরের অভিযোগ সত্ত্বেও জামিন ২ মাদ্রাসা শিক্ষকের

শুক্রবার রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন৷ The post রোহিঙ্গা মহিলাকে মারধরের অভিযোগ সত্ত্বেও জামিন ২ মাদ্রাসা শিক্ষকের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:54 PM Apr 26, 2019Updated: 05:54 PM Apr 26, 2019

সুকুমার সরকার, ঢাকা: এক রোহিঙ্গা মহিলাকে মারধর সংক্রান্ত মামলায় জামিন পেলেন বান্দরবনের বাস স্টেশন সংলগ্ন ফয়জুল উলুম মাদ্রাসার দুই শিক্ষক। বান্দরবনের মুখ্য বিচারবিভাগীয় আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন৷  গত বুধবার রোহিঙ্গা মহিলাকে মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মওলানা মাহমুদুল করিম ও শিক্ষক আলমগিরকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত আরেক শিক্ষক শামসুল হুদা সিদ্দিকি পলাতক৷

Advertisement

[ আরও পড়ুন : শ্রীলঙ্কার মতো জঙ্গি হামলা হতে পারে বাংলাদেশেও, আশঙ্কা হাসিনার]

মঙ্গলবার ফয়জুল উলুম মাদ্রাসার টিউবওয়েল থেকে জল নিচ্ছিলেন রোহিঙ্গা মহিলা আসেনসালমা বেগম৷ তিনি বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছিলেন৷ তাকে প্রথমে বারণ করা হয়৷ না শুনলে মারধর করা হয় বলে দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল৷ জখম মহিলা আলিকদম থানায় নারী নির্যাতনের মামলা দায়ের করে৷ মঙ্গলবারের ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। তারপরই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়৷ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। 

আরেকদিকে, মায়ানমারে সেনা অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের শিবির ঘুরে দেখলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। শুক্রবার তারা জেলার উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে যান। রাষ্ট্রসংঘের তিন সংস্থার প্রতিনিধি উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি, রাষ্ট্রসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল  মার্ক লোকক এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরিচালক আন্তোনিও ভিতোরিনোর নেতৃত্বে একটি ২০ সদস্যের দল। এই সফর উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান তাঁরা৷ জেলা  প্রশাসন এবং কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা শরণার্থী কমিশনারের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।তার আগে বুধবার বিকালে ঢাকা পৌঁছে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকরেন। শুক্রবার তাঁরা উখিয়ার বালুখালি ২নং রোহিঙ্গা ক্যাম্পে যান। তাঁদের কাছে পেয়ে রোহিঙ্গা নারীরা মায়ানামারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের অভিযোগ জানান৷ সব দেখেশুনে তাঁরা যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন৷

[ আরও পড়ুন : দিল্লিতে ক্ষমতা বদল হলেও অটুট থাকবে সম্পর্ক, ইঙ্গিতপূর্ণ বার্তা বাংলাদেশের]

 

The post রোহিঙ্গা মহিলাকে মারধরের অভিযোগ সত্ত্বেও জামিন ২ মাদ্রাসা শিক্ষকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement