shono
Advertisement

Breaking News

Maharashtra Assembly Election

মহারাষ্ট্রের কুরসির চাবি অজিতের হাতে! শিণ্ডে নাকি ফড়ণবিস, 'পাওয়ার প্লে'তে এগিয়ে কে?

মুখ্যমন্ত্রী কে হবেন? দেবেন্দ্র ফড়ণবিস নাকি একনাথ শিণ্ডে,তাই নিয়ে রীতিমতো 'ঠান্ডা লড়াই' চলছে দুই শিবিরের। সেই ঠান্ডা লড়াইয়ের জেরে কুরসির চাবিকাঠি এখন অজিত পওয়ারের হাতে।
Published By: Subhajit MandalPosted: 03:13 PM Nov 25, 2024Updated: 04:12 PM Nov 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভূতপূর্ব সাফল্য। ২৮৮ আসনের মধ্যে শাসক জোটের দখলে ২৩২ আসন! মারাঠাভূমে সাম্প্রতিক অতীতে এমন একপেশে ফলাফল হয়নি। অথচ, এ হেন অভাবনীয় সাফল্যের পরও শাসক শিবিরে বিশেষ স্বস্তি নেই। কারণ কুরসি নিয়ে দড়ি টানাটানি। মুখ্যমন্ত্রী কে হবেন? দেবেন্দ্র ফড়ণবিস নাকি একনাথ শিণ্ডে,তাই নিয়ে রীতিমতো 'ঠান্ডা লড়াই' চলছে দুই শিবিরের। সেই ঠান্ডা লড়াইয়ের জেরে কুরসির চাবিকাঠি এখন অজিত পওয়ারের হাতে।

Advertisement

আসলে মহারাষ্ট্রের ভোটে খানিক প্রত্যাশিতভাবে একক শক্তিতে সংখ্যাগরিষ্ঠতার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি। ২৮৮ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫। সেখানে বিজেপি একাই পেয়েছে ১৩২ আসন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার বিজেপি। গেরুয়া শিবিরের নেতাকর্মীরা চাইছেন গত মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী ফড়ণবিসকে মুখ্যমন্ত্রী পদে বসাতে। অন্যদিকে একনাথ শিণ্ডে শিবিরের দাবি, মহাজুটির এই বিশাল সাফল্যের কারণ একনাথ শিণ্ডের জনপ্রিয়তা। তাঁর আনা বিভিন্ন প্রকল্পই ফুল ফুটিয়েছে মারাঠাভূমে। তাছাড়া ভোটের আগে অঘোষিতভাবে শিণ্ডেকেই মুখ করে এগোচ্ছিল মহাজুটি। ফলে কুরসি তাঁরই প্রাপ্য।

মোট কথা, মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দুই শিবিরের দড়ি টানাটানি চলছে। শোনা যাচ্ছিল, রবিবার মহাজুটির তিন দলের নেতারা বসে মুখ্যমন্ত্রীর মুখ ঠিক করবেন। কিন্তু শেষমেশ তেমন কিছু হয়নি। সূত্রের দাবি, রবিবার না হলেও দ্রুত মহাজুটি ওই বৈঠকে বসবেন। তাতে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে তিন দলের মতামত নেওয়া হবে। শোনা যাচ্ছে, শিণ্ডে এবং ফড়ণবিসের এই দড়ি টানাটানিতে গুরুত্ব পেতে চলেছে অজিত পওয়ারের মত। অজিতের দল বিধানসভায় ৪১ আসন পেয়েছে। ফলে তিনি যদি ফড়ণবিসের পক্ষে থাকেন, তাহলে শিণ্ডেকে ছাড়াই সরকার গড়ার জায়গায় চলে যাবে বিজেপি। আবার অজিত ৪১ জন বিধায়ক নিয়ে শিণ্ডের দিকে ঝুঁকলে বিজেপির উপর চাপ পড়বে। বস্তুত, শিণ্ডে-ফড়ণবিসের দ্বন্দ্বে 'ভেটো' পাওয়ার এখন অজিতের হাতে। তিনিই সরকার গঠনের চাবিকাঠি।

প্রশ্ন হল, অজিত পওয়ার কার পক্ষে? শোনা যাচ্ছে, অজিত ফড়ণবিসকেই মুখ্যমন্ত্রী পদে সমর্থন করতে পারেন। তাঁর দলের অধিকাংশ নেতাও ফড়ণবিসের পক্ষে। তবে মুখ্যমন্ত্রী পদে রোটেশন নীতি নেওয়া যায় কিনা, সেটাও ভেবে দেখার প্রস্তাব দিতে পারেন তিনি। সেক্ষেত্রে তিনি নিজেও কুরসির দাবিদার হবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রের ভোটে খানিক প্রত্যাশিতভাবে একক শক্তিতে সংখ্যাগরিষ্ঠতার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি।
  • ২৮৮ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫।
  • সেখানে বিজেপি একাই পেয়েছে ১৩২ আসন।
Advertisement