সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকার গঠনের পর মহারাষ্ট্রে প্রকাশ্যে মহাজুটির কোন্দল। প্রতিশ্রুতিমতো মন্ত্রীপদ না পেয়ে শিব সেনার (শিণ্ডে) সমস্ত পদ ছাড়লেন তিন বারের বিধায়ক নরেন্দ্র ভোন্ডেকর। একনাথ শিণ্ডের কাছে ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।
মহারাষ্ট্রে মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ শুরু করেছে দেবেন্দ্র ফড়ণবিসের সরকার। ফল প্রকাশের ৩ সপ্তাহেরও বেশি সময় পর সোমবার নাগপুরে মন্ত্রী হিসেবে শপথ নেবেন ৩৯ জন বিধায়ক। এই তালিকাতেই নাম থাকার কথা ছিল নরেন্দ্র ভোন্ডেকরের। তাঁর দাবি, একনাথ শিণ্ডে প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী পদের। তবে শেষ মুহূর্তে মন্ত্রিসভা থেকে বাদ পড়ে যাওয়ায় যারপরনাই ক্ষুব্ধ এই সেনা বিধায়ক। শিণ্ডের বিরুদ্ধে তোপ দেগে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি।
নিজের ইস্তফাপত্র ভোন্ডেকর লেখেন, "আমি এটা ভেবে শিব সেনায় যোগ দিয়েছিলাম যে জিতলে আমায় মন্ত্রী করা হবে। খোদ শিণ্ডে আমায় এই প্রতিশ্রুতি দেন। গত মন্ত্রিসভাতেই মন্ত্রীপদে আমার নাম নিয়ে চর্চা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমায় জায়গা দেওয়া হয়নি। তারপরও দলের সাধারণ কর্মী হিসেবে কাজ করে গিয়েছি আমি। এবারও তার ব্যতিক্রম হয়নি।" এই ঘটনাতেই ক্ষুব্ধ সেনা বিধায়ক। শিণ্ডের বিরুদ্ধে তোপ দেগে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, 'আমার কোনও দলীয় পদের প্রয়োজন নেই।'
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের নেতৃত্বে সোমবার রাজভবনে শপথ নিতে চলেছেন ৩৯ জন বিধায়ক। এদের মধ্যে রয়েছেন মহাজুটির মধ্যে সবচেয়ে বেশি আসন পাওয়া বিজেপির ১৯ জন বিধায়ক, শিণ্ডের শিব সেনার ১১ জন বিধায়ক ও অজিত পওয়ারের এনসিপির ৯ জন বিধায়ক। এছাড়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, অজিত পওয়ার আগেই শপথ নিয়েছেন। সবমিলিয়ে মন্ত্রিসভার ৪২ আসন পূর্ণ হতে চলেছে আজই।