সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পওয়ার প্লে-ই বটে! মহারাষ্ট্রের ‘মহানাটকে’ যেভাবে উপমুখ্যমন্ত্রীর পদ বাগিয়ে নিলেন অজিত পওয়ার তা নীতি মেনে না হলেও, রাজনীতি মেনে বিচক্ষণ পদক্ষেপ। ‘চাচা’কে চমকে দিয়ে প্রায় অর্ধেক দল নিয়েই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন ‘ভতিজা’। এতে, যেমন শিবসেনার আম-ছালা দুটোই গেল, তেমনি কংগ্রেসের মাথায়ও বিনা মেঘে বজ্রাঘাত হয়েছে। তারপরই গোটা ঘটনায় হতভম্ব কং নেতা মিলিন্দ দেওরার মুখে শোনা গল ‘দ্য গডফাদার’ ছবিটির সেই বিখ্যাত উক্তি-‘কিপ ইওর ফ্রেন্ডস ক্লোজ, বাট ইওর এনিমিস ক্লোজার।’
মহারাষ্ট্রের মহানাটকে যবনিকা পতনের পর এদিন একটি টুইট করেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। সেখানে ওঠে আসে লেখক মারিও পুজোর বিখ্যাত ‘দ্য গডফাদার’ উপন্যাসের প্রসিদ্ধ উক্তিটি যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়- ‘বন্ধুদের কাছে রাখ কিন্তু শত্রুদের বুকে।’ দেওরার টুইটেই সাফ বোঝা যাচ্ছে যে রাজনীতির দাবায় অমিত শাহ-র কাছে চেকমেট হয়ে গিয়েছে কংগ্রেস। শত্রুপক্ষের বা বিজেপির পরবর্তী পদক্ষেপ বিন্দুমাত্র আঁচ করতে পারেনি শতাব্দী প্রচীন দলটি। ফলে মহারাষ্ট্রে ক্ষমতার দোরগোড়ায় পৌঁছেও খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। পালটা শিব সেনার মতো হিন্দুত্ববাদী দলের সঙ্গে হাত মিলিয়ে কিছুটা হলেও সংখ্যালঘু ভোটব্যাংকে ধস নেমেছে কংগ্রেসের। সব মিলিয়ে এনসিপি, শিব সেনা ও কংগ্রেস তিন দলই বিফল আলোচনায় মাহেন্দ্রক্ষণ হারিয়েছে। সেই যন্ত্রনা ও শীর্ষ নেতৃত্বর (এক্ষেত্রে সোনিয়া গান্ধী) প্রতি চাপা অসন্তোষ কার্যত উঠে এসেছে দেওরার টুইটে।
উল্লেখ্য, শনিবার সমস্ত জল্পনায় ইতি টেনে প্রায় সার্জিকাল স্ট্রাইক চালানোর কায়দায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়ণবিস। তিন দলের মহারাষ্ট্র ডেভেলপমেন্ট ফ্রন্ট আত্মপ্রকাশ করার আগেই ভেঙে যায় উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন। প্রথমবার সরকার গঠনের ডাক পাওয়ার পর যে বিজেপি দায়িত্ব নিতে চায়নি। তারাই হঠাৎ শিব সেনার সঙ্গে কংগ্রেস ও এনসিপির জোট চূড়ান্ত হওয়ার দিনে ফের নাটকীয়ভাবে সরকার গঠন করল।
[আরও পড়ুন: মহারাষ্ট্রের সরকার গঠনে মহানাটকীয় মোড়, ফের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়ণবিসের]
The post মহারাষ্ট্রে ‘পওয়ার প্লে’, হতভম্ব কং নেতার মুখে ‘দ্য গডফাদার’-এর ডায়ালগ appeared first on Sangbad Pratidin.