shono
Advertisement
Maharashtra

পরপুরুষে মজে 'প্রতারক' স্ত্রী, বিচার চেয়ে পুলিশের সামনেই গায়ে আগুন যুবকের

শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে ওই যুবকের।
Published By: Amit Kumar DasPosted: 02:19 PM Mar 07, 2025Updated: 03:11 PM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদ না করেই অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্ত্রীর, এমনকী তাঁর সঙ্গে বিয়েও সেরে ফেলেছেন! স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার এমনই অভিযোগ তুলে থানায় পুলিশের সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের কোলহাপুরে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, বিবাহবিচ্ছেদ না করেই স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সংসার পেতেছেন। এমনকি স্ত্রীর বাড়ির লোকজনও এই ঘটনায় স্ত্রীকে মদত দিচ্ছে। এই অভিযোগ তুলে স্ত্রীকে ফেরাতে পুলিশের সাহায্য চেয়েছিলেন কোলহাপুরের বাসিন্দা শেখর গায়কোয়াড়। শিবাজিনগর থানায় স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি। এরপরই হঠাৎ সকলকে অবাক করে থানা চত্বরেই গায়ে আগুন দেন শেখর। আকস্মিক এই ঘটনায় হকচকিয়ে যান থানায় উপস্থিত পুলিশ কর্মীরা। দ্রুত যুবককে উদ্ধার করা হয়। যদিও ততক্ষণে শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে ওই যুবকের। ওই অবস্থায় শেখরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোলহাপুর সরকারি হাসপাতালে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক।

ভয়ংকর এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আইন অনুযায়ী, বিবাহবিচ্ছেদ ছাড়া অন্য কাউকে বিয়ে করা অপরাধ। সেক্ষেত্রে সত্যিই কী ওই মহিলা অন্য যুবককে বিয়ে করেছেন, নাকী অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে অন্য কারও 'লিভ ইন' সম্পর্কে রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। হিন্দু আইন অনুযায়ী, বিচ্ছেদ না নিয়ে দ্বিতীয় বিয়ে করা যায় না। এক্ষেত্রে ঠিক কী হয়েছিল তা জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিবাহবিচ্ছেদ না করেই অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্ত্রীর, এমনকী তাঁর সঙ্গে বিয়েও সেরে ফেলেছেন!
  • স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার এমনই অভিযোগ তুলে থানায় পুলিশের সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের।
  • গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ।
Advertisement