shono
Advertisement

এবার গো-মাংস চিনিয়ে দেবে এই যন্ত্র

আগামী মাস থেকে এই যন্ত্রের ব্যবহার করবে পুলিশ।
Posted: 12:59 PM Jul 08, 2017Updated: 07:32 AM Jul 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-মাংস গুজবে গণপিটুনির ঘটনায় এখন উত্তাল গোটা দেশ। বিভিন্ন রাজ্যে গো-রক্ষকদের তাণ্ডবে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। বিজেপিশাসিত রাজ্যগুলিতেই গো-মাংস গুজবে গণপিটুনির ঘটনা বেশি ঘটচ্ছে বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে এবার বিজেপিশাসিত মহারাষ্ট্রে  গো-মাংস শনাক্ত করতে এই বিশেষ ধরনের যন্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বইয়ের একটি ফরেন্সিক ল্যাব কর্তৃপক্ষ। আগামী মাসেই এই যন্ত্র মহারাষ্ট্র পুলিশের হাতে তুলে দেওয়া হবে জানা গিয়েছে।

Advertisement

[একরত্তি শিশুর রক্তকান্নায় চক্ষু চড়কগাছ ডাক্তারদের]

গত মে মাসে পশুহাটে বা পশুমেলায় মাংস খাওয়ার জন্য বা ধর্মীয় কারণে বলি দেওয়ার জন্য গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে মোদি সরকার। এরপরই  সারা দেশেই গো-রক্ষকদের তাণ্ডব বেড়ে গিয়েছে। গো-মাংস গুজবে একের পর গণপিটুনির সামনে আসছে। পরিস্থিতি বেগতিক বুঝে গো-ভক্তির নামে গণপিটুনির ঘটনার কড়া নিন্দা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু, কোনও কিছুতেই কাজ হচ্ছে না। আর এবার গো-মাংস শনাক্তকরণে নয়া উদ্যোগ দেখা গেল বিজেপিশাসিত মহারাষ্ট্রে। একটি বিশেষ যন্ত্র তৈরি করতে চলেছে মুম্বইয়ের একটি ফরেন্সিক ল্যাব কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই যন্ত্রের সাহায্যে অতি দ্রুত গো-মাংস শনাক্ত করা যাবে। মুম্বইয়ের কালিনা এলাকার ওই ফরেন্সিক ল্যাবের ডেপুটি ডিরেক্টর কে ওয়াই কুলকার্ণি জানিয়েছেন, ওই যন্ত্রের সাহায্যে পরীক্ষা করার পর যদি দেখা যায় নমুনাটি গো-মাংসর। তাহলে ডিএনএ পরীক্ষার জন্য সেই নমুনাটি ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে।

[প্রথম কোন ভাষায় ‘বন্দে মাতরম’ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র, প্রশ্ন হাই কোর্টের]

জানা গিয়েছে, গো-মাংস শনাক্তকরণে সক্ষম এক একটি যন্ত্র তৈরি করতে খরচ পড়বে আনুমানিক ৮ হাজার টাকা। আগামী মাসে প্রথম দফায় এই ধরনের ৪৫টি যন্ত্র মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হবে। একটি  যন্ত্রের সাহায্যে ১০০টি মাংসের নমুনা পরীক্ষা করা যাবে। মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, একটি মাংসের নমুনার ডিএনএ পরীক্ষা করাতে সাড়ে সাতশো টাকা খরচ হয়। নতুন এই যন্ত্রের ব্যবহার শুরু হলে, মাংসের নমুনা পরীক্ষার ক্ষেত্রে সময় ও টাকা দুই-ই বাঁচবে। প্রথম দফায় মুম্বই, পুণে ও নাগপুরে মাংসের নমুনা পরীক্ষা করার জন্য এই যন্ত্র ব্যবহার করা হবে। পরবর্তীকালে নাসিক, ঔরঙ্গাবাদের মতো শহরেও এই যন্ত্রের ব্যবহার শুরু হবে। প্রসঙ্গত, মোদি সরকার গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করার অনেক আগে থেকেই মহারাষ্ট্রে গো-মাংসকে নিষিদ্ধ ঘোষণা করেছে সে রাজ্যের সরকার।

[চিনের উদ্বেগ বাড়িয়ে বঙ্গোপসাগরে বিশাল ভারতীয় নৌবহর]

মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। টুইটারে তিনি লিখেছেন, ‘এটা অপ্রত্যাশিত অগ্রাধিকারের ভয়ঙ্কর নিদর্শন। সরকারের কাছে কি অর্থ ব্যয় করার মতো আর কোনও গুরুত্বপূর্ণ কাজ নেই?’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement