সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক গোলমালের জের। স্ত্রীকে তিনতলার বারান্দা থেকে নিচে ছুড়ে ফেলল স্বামী। নিচে একটি ঝুপড়ির উপর পড়ে যাওয়ায় স্ত্রী কোনওমতে প্রাণে বাঁচেন। নার্সিংহোমের বেডে শুয়েই তিনি স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। খুনের চেষ্টার অভিযোগে রাজকুমার মল্লিক নামে ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
[হোয়াটস্ অ্যাপ কলে ২০ কোটির তোলাবাজি, চলছে অভিযুক্তের খোঁজ]
পুলিশ জানিয়েছে, বেনিয়াপুকুর থানা এলাকার নর্থ রেঞ্জে এই ঘটনাটি ঘটে। এখানেই একটি আবাসনের তিনতলার ফ্ল্যাটে স্বামী রাজকুমারের সঙ্গে থাকেন গায়ত্রী মল্লিক। মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। গোলমাল ঘরের ভিতর থেকে চলে আসে বারান্দায়।
[স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ছাত্রছাত্রীদের সুস্থ যৌনতার পাঠ দেবে পর্ষদ]
গৃহবধূর অভিযোগ, গোলমালের জেরে বারান্দা থেকে তাঁকে ঠেলে নিচে ফেলে দেন স্বামী। এর পরও বিশেষ হেলদোল ছিল না ওই যুবকের। বাড়িটির পাশেই রয়েছে একটি ঝুপড়ি। গৃহবধূ প্রথমে ওই ঝুপড়ির উপর গিয়ে পড়েন। তার পর ছাদ ভেঙে ঝুলতে থাকেন তিনি। ঘরের ভিতর গৃহবধূকে এভাবে পড়তে দেখে চিৎকার করে ওঠেন বাসিন্দারা৷ পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমের ভরতি করানো হয়৷
[সুপ্রিম কোর্টের নির্দেশ, অনলাইন বাজি অফারে ব্রাত্য শহরবাসী]
স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এমন কাণ্ড ঘটতে পারে, তা কল্পনাও করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা৷ পারিবারিক বিবাদ, নাকি এর পেছনে রয়েছে অন্যকোনও রহস্য তা জানতে অভিযুক্তকে জেরা করার কাজ শুরু করেছে পুলিশ৷ ধৃত ব্যক্তির কোনও মানুষিক অবসাদ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে৷ পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলার বয়ানের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা রুজু করছে পুলিশ৷
[শহরে ফের বহুতল আতঙ্ক, তিলজলায় বিপজ্জনকভাবে হেলে পড়ল বাড়ি]