সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার বিশ্বকাপ ক্রিকেটের (CWC 2023) মেগা ফাইনাল। ভারত ও অস্ট্রেলিয়ার সম্মুখ সমর দেখতে মুখিয়ে ক্রিকেট দুনিয়া। কুড়ি বছর আগের ফাইনালে অজিরা শেষ হাসি হেসেছিল। এবার বিরাটরা মধুর প্রতিশোধ নিন, এমনটাই চাইছেন সকলে। এহেন পরিস্থিতিতে মহুয়া মৈত্র খোঁচা দিলেন, যদি সত্যিই টিম ইন্ডিয়া বিশ্বজয়ী হয়, তাহলে রোহিত একা নন, আরও একজন বিশ্বজয়ী হওয়ার পর ভাষণ দেবেন। তাঁর ইঙ্গিত থেকে পরিষ্কার, প্রধানমন্ত্রী মোদিকেই নিশানা করছেন তিনি।
মহুয়া (Mahua Moitra) অবশ্য এই পোস্ট নিজে লেখেননি। একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। তাতে লেখা, ‘ভারতের কোনও এক স্থানে এক ব্যক্তি বিশ্বকাপ জেতার পরের ভাষণ অনুশীলন করছেন। এবং না, তাঁর নাম রোহিত শর্মা নয়।’
[আরও পড়ুন: ফাইনালের আগে তুমুল নাটক পিচ নিয়ে, চর্চায় অশ্বিনও]
বরাবরই বিরোধীরা মোদির সমালোচনা করার সময় বলেন, অন্যের কৃতিত্বে ভাগ বসান প্রধানমন্ত্রী। চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার মুহূর্তে মোদিকে দেখা যায় ভারতের পতাকা নাড়তে। সেই সময় বলা হয়েছিল, ইসরোর বিজ্ঞানীদের সাফল্যে ভাগ বসাচ্ছেন মোদি। টিভির পর্দার অর্ধেক অংশে চন্দ্রযানের ছবি, অন্য অংশে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। যা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। এবার বিশ্বজয়ের কৃতিত্বে রোহিতদের সাফল্যে ভাগ বসাবেন মোদি, এমনই খোঁচা দিলেন তৃণমূল সাংসদ।
উল্লেখ্য, টাকা নিয়ে সংসদে প্রশ্ন ইস্যুতে বেকায়দায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পথে সংসদ (Parliament)। তাঁর সাংসদ পদ বাতিলের সুপারিশে সিলমোহর দিয়েছে এথিক্স কমিটি। এহেন পরিস্থিতিতে ফের মোদিকে খোঁচা দিলেন মহুয়া।