সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ যেন হয়ে উঠল প্রতিবাদ মঞ্চ। বিশেষ করে বলিউডের ‘পাঠান’ শাহরুখ খান এবং বলিউড ‘শহেনশাহ’ অমিতাভ বচ্চনের বক্তব্যের মধ্যে বাক স্বাধীনতায় কেন্দ্রের হস্তক্ষেপের বিরোধীতার সুর শোনা গেল শাহরুখ ও অমিতাভের বক্তব্য়ে। একদিকে শাহরুখ যেমন, উদ্বোধনী মঞ্চে ‘পাঠান’ ছবির বয়কট বিতর্কে সরব হলেন, অন্যদিকে, অমিতাভ প্রশ্ন তোলেন সিনেমায় মতামত প্রকাশ ও বাক স্বাধীনতা নিয়ে। অমিতাভের বক্তব্যে উঠে আসে সেনসরশিপের কথাও।
এদিন অমিতাভ বচ্চন বলেন, ‘১৯৫২ সালে সিনেমাটোগ্রাফ অ্যাক্ট সেন্সরশিপের কাঠামো নির্ধারণ করে যা এখনও বহাল আছে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) দ্বারা। কিন্তু এখনও উপস্থিত পুরুষ ও মহিলারা, মঞ্চে থাকা আমার সহকর্মীরা আমার সঙ্গে একমত হবেন যে আজকাল,নাগরিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।’
[আরও পড়ুন: ‘গেরুয়া পরে পুরোহিত ধর্ষণ করতে পারে, নায়িকার পোশাকেই দোষ!’ দীপিকার পাশে প্রকাশরাজ]
অমিতাভের এই বক্তব্য় নিয়ে স্বভাবতই বিজেপির অন্দরে আলোচনা শুরু হয়েছে। বিতর্কও উঠছে নানা মহলে। ঠিক এরই মাঝে অমিতাভের এই বক্তব্যের প্রশংসা করে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইট করে মহুয়া লিখলেন, ‘বিজেপি যদি একটা বুদ্ধিসমেত ট্রোল ভাড়া করতে পারত। বচ্চন জি হলেন বাংলার ‘জামাই’। তিনি তাঁর দ্বিতীয় বাড়ির মাটিকে চেনেন। তিনি জানেন এই জায়গায় স্বাধীনতা এবং সাহসীদের বাস। তাই তিনি Kiff-এর মঞ্চকেই বেছে নিয়েছেন বিজেপির শিল্পকলায় বয়কট ও নিষেধাজ্ঞা জারি করার স্বভাবের নিন্দার জন্য।’
কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে বরাবরই বাংলায় বক্তব্য রাখেন ‘বাংলার জামাই’ অমিতাভ। এবারও তার অন্যথা হল না। বক্তব্যের শুরুতেই অমিতাভ বললেন, ”আপনারা আমাকে বাংলা জামাই বলেন। হ্যাঁ আমি বাংলার জামাই। চিরকাল বাংলা জামাই হয়েই থাকতে চাই।” সত্যজিৎ রায়ের প্রসঙ্গ তুলে অমিতাভ এদিন তাঁর বক্তব্যে বলেন, ”এই সময় যদি সত্যজিৎ রায় থাকতেন, তাহলে কি তিনিও গণশত্রু হতেন?”। তবে অমিতাভ ঠিক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন তা স্পষ্ট করেননি। তবে মেগাস্টারের এই বক্তব্য যে তাৎপর্যপূর্ণ তা মনে করছেন ওয়াকিবহল মহল। সম্প্রতি ব্যক্তি স্বাধীনতায় কেন্দ্রের হস্তক্ষেপের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। সেই সুরই যেন লক্ষ্য করা গেল বিগ বির গলায়।