সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মেঘ তো এই বৃষ্টি। এমনই মেজাজে দেখা গেল জয়া বচ্চনকে। কয়েকদিন আগেই যেখানে নিজের নামের সঙ্গে 'অমিতাভ' জুড়ে দেওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। এবার নিজেই নিজের পরিচয় দিলেন ''জয়া অমিতাভ বচ্চন।'' যা শুনে হেসে গড়িয়ে পড়লেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।
গত ২৯ জুলাই রাজ্যসভার চেয়ারপার্সন হরিবংশ নারায়ণ জয়া বচ্চনের নাম বলার সময় বলে ওঠেন, ''অমিতাভ জয়া বচ্চন।'' সঙ্গে সঙ্গে ক্ষোভপ্রকাশ করেন জয়া। বলেন, ''স্যার, শুধু জয়া বচ্চন (Jaya Bacchan) বললেই যথেষ্ট।'' পরে বলেন, ''এটা এখন নতুন ব্যাপার। মহিলাদের নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত করা। যেন তাঁদের কোনও আলাদা অস্তিত্ব নেই বা নিজেদের কোনও অর্জন নেই।''
[আরও পড়ুন: রাজ্য সভাপতি হিসাবে ‘ঘরের ছেলে’ দিলীপই পছন্দ আরএসএসের, দিল্লি গেল নাম]
কিন্তু সেই জয়াই শুক্রবার নিজেই নিজের নাম জুড়লেন অমিতাভের (Amitabh Bacchan) সঙ্গে। বললেন, ''স্যার, আমি জয়া অমিতাভ বচ্চন আপনাকে প্রশ্ন করছি।'' আর এই কথা শুনেই হেসে ফেলেন জগদীপ ধনকড়। তিনি একাই নন, গোটা কক্ষই ভরে ওঠে হাসিতে। হাসতে থাকেন খোদ জয়াও। পরে তিনি বলেন, ''আপনি কি আজ দুপুরের খাবার খেয়েছেন? না? আর তাই হয়তো আপনি জয়রামজির নাম বার বার নিচ্ছেন। কেননা ওঁর নাম না নিলে বোধহয় আপনার খাবার হজম হয় না।''
একথার উত্তর দিতে গিয়ে ধনকড় (Jagdeep Dhankhar) বলেন, ''হালকা মেজাজেই আমি উত্তর দিচ্ছি। আমি দুপুরের খাবার সময় পাইনি ঠিকই। কিন্তু জয়রামজির সঙ্গে দুপুরের খাবারই খেয়েছি।' গোটা রাজ্যসভা জুড়েই ফের হাসির রোল ওঠে। এর পরই ধনকড় বলেন, ''এই প্রথমবার আপনাকে একথাও বলতে চাই, আমি আপনার ও অমিতাভজি দুজনেরই ভক্ত।''