shono
Advertisement

মাঝেরহাট কাণ্ডের জের, কাজে গতি আনতে সব দপ্তরেই টেন্ডার কমিটি

দীর্ঘসূত্রিতা দূর করতে সিদ্ধান্ত রাজ্যের৷ The post মাঝেরহাট কাণ্ডের জের, কাজে গতি আনতে সব দপ্তরেই টেন্ডার কমিটি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:23 PM Sep 18, 2018Updated: 04:23 PM Sep 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট কাণ্ডের জের৷ কাজে গতি আনতে টেন্ডার প্রক্রিয়া বদলে ফেলল রাজ্য সরকার৷ সরকারি কাজের টেন্ডার অনুমোদনের জন্য আর অর্থ দপ্তরের অনুমতি নিতে হবে না৷ প্রতিটি দপ্তরে আলাদা টেন্ডার কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ কমিটির প্রধান হবেন ন্যূনতম পদমর্যাদার অফিসার৷ টেন্ডার কমিটি সিদ্ধান্ত মেনে কাজের বরাত দেওয়া হবে৷

Advertisement

[ ভাঙতে শুরু করল জ্বলন্ত বাগরি, প্রবল আতঙ্কে স্থানীয়রা]

বাজারে যতই সুনাম থাকুক না কেন, আইনত কোনও সংস্থাকেই সরাসরি সরকারি কাজের বরাত দেওয়া যায় না৷ সরকার যখন রাস্তা কিংবা সেতু তৈরি বা অন্য কাজের দায়িত্ব ঠিকাদার সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সংশ্লিষ্ট দপ্তরকে টেন্ডার ডাকতে হয়৷ টেন্ডারের মাধ্যমে কোনও একটি সংস্থা কাজের বরাত পায়৷ সময়সাপেক্ষ তো বটেই, টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও ওঠে৷ কখনও কখনও আবার টেন্ডারের জাঁতাকলে থমকে যায় উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের কাজ৷ মাঝেরহাট ব্রিজের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল বলে অভিযোগ৷ গত ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ৷ মারা যান ৩ জন৷ আহত ২৪৷ ঘটনায় ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে৷ তাই এবার সরকারি কাজে গতি আনতে টেন্ডার প্রক্রিয়া বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ নির্দেশিকা জারি করেছে সরকার৷

সরকারের যে দপ্তর কাজের বরাত দেবে, সেই দপ্তরই টেন্ডার ডাকে৷ কিন্তু, সেই টেন্ডার অনুমোদনের জন্য অর্থ দপ্তরের অনুমতি নিতে হয়৷ নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি দপ্তরের টেন্ডার অনুমোদন জন্য একটি আলাদা কমিটি তৈরি করা হবে৷ কমিটির মাথায় থাকবেন ন্যূনতম পদমর্যাদার অফিসার৷ টেন্ডার পাশের পর যদি কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে টেন্ডার কমিটিকেই জবাবদিহি করতে হবে৷

[ বাগরিই কি বেশি ভয়াবহ? দুঃসহ স্মৃতি রোমন্থনে নন্দরামের মালিক]

The post মাঝেরহাট কাণ্ডের জের, কাজে গতি আনতে সব দপ্তরেই টেন্ডার কমিটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement