shono
Advertisement

Breaking News

সোশ্যাল সাইটে পরিচয় বদল মালাইকার, ব্যাপারটা কী?

গলার লকেটও পালটে ফেলেছেন অভিনেত্রী৷ The post সোশ্যাল সাইটে পরিচয় বদল মালাইকার, ব্যাপারটা কী? appeared first on Sangbad Pratidin.
Posted: 06:44 PM Nov 30, 2018Updated: 06:44 PM Nov 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনে সম্পর্কের ভাঙাগড়া লেগেই থাকে৷ সদ্যই রাজকীয়ভাবে চারহাত এক হয়েছে দীপিকা-রণবীরের৷ যোধপুরের উমেদ ভবনে বিয়ের আসর প্রায় বসেই গিয়েছে নিক-প্রিয়াঙ্কার৷ একের পর এক বিয়ের খবরে যখন মাতোয়ারা অনুরাগীরা, তখন সকলের নজর এড়িয়ে সম্পর্কের গভীরতা বাড়ছে মালাইকা-অর্জুনের৷ বলিউডের কানাঘুসোকে সত্যি করেই নাকি ধীরে ধীরে সম্পর্কের কথা এবার প্রকাশ্যে আনছেন লাভ বার্ডস৷

Advertisement

[প্রতিশোধ নিতেই কি অর্পিতার বউদি মালাইকাকে বিয়ের সিদ্ধান্ত অর্জুনের?]

সলমন খানের ছোট ভাই আরবাজের সঙ্গে দীর্ঘ দাম্পত্য সম্পর্ক ছিল মালাইকার৷ আচমকাই বিচ্ছেদ হয় দু’জনের৷ তারপর থেকে বি-টাউনে নয়া গুঞ্জন৷ অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আরবাজ-ঘরনি৷ এদিকে, মালাইকার আগে সলমনের বোন অর্পিতাকে নাকি মন দিয়েছিলেন অর্জুন৷ বলিপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে, বিচ্ছেদের প্রতিশোধ নিতেই নাকি অর্পিতার বৌদি মালাইকার সঙ্গে প্রেম করছেন অর্জুন৷ দু’জনের প্রেম নিয়ে কানাঘুসো চলছে বহুদিন৷ যদিও প্রথমে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি লাভ বার্ডস৷ অর্জুন সম্পর্কের কথা মেনে নেন কয়েকদিন আগে৷ তিনি জানান, মালাইকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন৷ শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন দু’জনে৷ দিনকয়েক আগে লোখণ্ডওয়ালায় বিলাসবহুল বহুতল কিনতেও দেখা গিয়েছে অর্জুন-মালাইকাকে৷ মনে করা হচ্ছে, বিয়ের পর নাকি ওই বহুতলেই সংসার পাতবেন তাঁরা৷  

[সম্পর্কের স্বীকারোক্তি? প্রকাশ্যে বিয়ের কথাও জানালেন অর্জুন!]

বলিপাড়ায় এই ফিসফিসানি চলতে থাকলেও, এখনও মুখে কুলুপ এঁটে মালাইকা৷ কিন্তু দু-একদিন নাকি তাঁর কাজেকর্মে ফুটে উঠছে মনের ঠিকানা বদলের কথা৷ গলার হারের লকেট বদলে ফেলেছেন মালাইকা৷ লকেটে লেখা এ এম৷ অনেকেই বলছেন, মনের মানুষ এবং নিজের নামের আদ্যক্ষর মিলিয়েই নাকি এই লকেট গলায় পরছেন তিনি৷

শুধু লকেট বদলেই থেমে থাকেননি মালাইকা৷ সোশ্যাল মিডিয়ায় নিজের নামও বদল করলেন৷ ইনস্টাগ্রামে আর ‘মালাইকা অরোরা খান অফিসিয়াল’ নন এখন ‘মালাইকা অরোরা অফিসিয়াল’ তিনি৷

[সোশ্যাল মিডিয়ায় বিয়ের কার্ডের ছবি পোস্ট কপিলের]

প্রোফাইলের নাম বদলের জেরে মাথাচাড়া দিয়েছে নয়া গুঞ্জন, তবে কি এবার সত্যিই অফিসিয়াল রূপ পেতে চলেছে অর্জুন-মালাইকার সম্পর্ক? যদিও উত্তরের জন্য অপেক্ষা করতেই হবে কৌতূহলীদের৷

The post সোশ্যাল সাইটে পরিচয় বদল মালাইকার, ব্যাপারটা কী? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement