shono
Advertisement

ধাক্কা খেল চিন, ‘বেল্ট এন্ড রোড’প্রকল্পে না মালয়েশিয়ার

ঋণের ফাঁদ কৌশলে এড়িয়ে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী৷ The post ধাক্কা খেল চিন, ‘বেল্ট এন্ড রোড’ প্রকল্পে না মালয়েশিয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:21 PM Aug 23, 2018Updated: 01:51 PM Aug 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর ধাক্কা খেল চিন৷ বেজিংয়ের ‘বেল্ট এন্ড রোড’ প্রকল্পে স্পষ্ট অসম্মতি জানাল মালয়েশিয়া৷ বিনিয়োগের মোড়কে চিনা ঋণের ভার নিতে চায়না দেশ, বলে সাফ জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ৷

Advertisement

[জানেন ভারতের সঙ্গে যুদ্ধ বাধলে কেন নাস্তানাবুদ হবে চিন ?]

বর্তমানে চিনা রাজধানী বেজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মহাথির৷ দু’দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতেই এই সফর৷ তবে দ্বিপাক্ষিক সম্পর্কের নামে ঋণের ফাঁদ কৌশলে এড়িয়ে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী৷ মঙ্গলবার ‘বেল্ট এন্ড রোড’ প্রকল্প নিয়ে প্রশ্ন করা হয় মহাথিরকে৷ তাঁর জবাবের উপর নজর রয়েছে শি জিনপিংয়ের তা ভালই জানতেন ঝানু ওই রাজনীতিবিদ৷ সাংবাদিকদের মহাথির বলেন, “এই মুহূর্তে বিশাল অঙ্কের ঋণের প্রয়োজন নেই৷ এত টাকা আমরা ফেরত দিতে পারব না৷ এছাড়াও চিনা প্রকল্পের কোনও প্রয়োজন নেই৷ তাই অযথা ঋণের বোঝা চাপয়ে নেওয়ার কোনও কারণ নেই৷” তিনি আরও জানান, এই সিদ্ধান্তের কথা চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে জানিয়েছেন তিনি৷

পরিকাঠামো উন্নতির নামে মালয়েশিয়াকে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ দিতে চেয়েছিল চিন৷ রেল ও পাইপলাইন প্রকল্পে এই অর্থ বিনিয়োগের আবেদন জানিয়েছিল বেজিং৷ বিশেষজ্ঞদের মতে, পরিকাঠামো উন্নয়ন বাহানা মাত্র৷ মালয়েশিয়ার মাধ্যমে ভারত মহাসাগরে কবজা জমাতে চায় লালফৌজ৷ বাণিজ্যিকভাবে অতি গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালীতে নজর রয়েছে বেজিংয়ের৷ তবে আপাতত ভারতকে স্বস্তি দিয়ে চিনা ফাঁদ এড়িয়ে গেল মালয়েশিয়া৷ উল্লেখ্য, ‘চিন পাকিস্তান ইকোনমিক করিডর’-এর ধাঁচেই এবার তৈরি হতে চলেছে ‘চিন মায়ানমার  ইকোনমিক করিডর’ (সিএমইসি)। এই মর্মে চিন ও মায়ানমারের মধ্যে আলোচনাও নাকি এগিয়েছে অনেকটা। এনিয়ে প্রবল টানাপোড়েন চলছে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে। চিনের দু’মুখো নীতির সঙ্গে ভারত ভালভাবেই পরিচিত। পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টায় খামতি রাখছে না চিন। পাক জঙ্গিদের পরোক্ষে মদত দিচ্ছে বেজিং। এবার সিএমইসি ও মালয়েশিয়া নিয়ে চিনের সঙ্গে ভারতের টানাপোড়েনে নয়া মাত্র যোগ হয়েছে।   

[ফের নজির গড়ল কলকাতা, ব্রেন ডেড অদিতির অঙ্গে প্রাণ পেলেন দুই রোগী]

The post ধাক্কা খেল চিন, ‘বেল্ট এন্ড রোড’ প্রকল্পে না মালয়েশিয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার