shono
Advertisement

মালয়েশিয়া ওপেনে রুপো ঘরে তুলে ইতিহাস ভারতীয় জুটি সাত্বিক-চিরাগের

ফাইনালে সোনা হাতছাড়া হলেও দেশকে গর্বিত করলেন সাত্বিকসাইরাজ এবং চিরাগ শেট্টি।
Posted: 07:00 PM Jan 14, 2024Updated: 07:00 PM Jan 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাইনালে হাতছাড়া সোনা। তা সত্ত্বেও দেশকে গর্বিত করলেন সাত্বিকসাইরাজ এবং চিরাগ শেট্টি। ইতিহাস গড়ে প্রথম ভারতীয় জুটি হিসেবে মালয়েশিয়া ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টে রুপো ঘটে তুললেন তাঁরা।

Advertisement

রবিবার কোয়ালা লামপুরে বিশ্বের একনম্বর ব্যাডমিন্টন জুটি চিনের লিয়াং উই কেং এবং ওয়াং ছাংয়ের মুখোমুখি হয়েছিলেন সাত্বিক ও চিরাগ। এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় জুটি শুরুটা দুর্দান্তই করেছিল। প্রথম গেমে ১১-৭ ব্যবধানে এগিয়ে যান তাঁরা। আত্মবিশ্বাসের সঙ্গে প্রথম গেম জিতে নেন তাঁরা। কিন্তু তার পরই জ্বলে ওঠে চিনা জুটি। দ্বিতীয় গেমে সাত্বিক এবং চিরাগকে আর কোনও সুযোগ দেননি তাঁরা। ফাইনালে ভারতীয় দ্বয় ২১-৯, ১৮-২১ এবং ১৭-২১-য় হেরে সোনা হাতছাড়া করেন।

[আরও পড়ুন: হেরে ক্ষুব্ধ ‘চিনপন্থী’ মুইজ্জু, ভারতীয় সেনা হঠানোর ডেডলাইন দিল মালদ্বীপ]

১৯৮৩ সালের পর ওপেন এরায় মালয়েশিয়া ওপেনে কখনও কোনও ভারতীয় জুটি পদক জিততে পারেনি। সেই অসাধ্যই সাধন করলেন সাত্বিক এবং চিরাগ। নিজেদের পারফরম্যান্সে খুশি তাঁরা। ফাইনালে রুপো ঘরে তুলে বলেন, “গোটা টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি, তাতে ভালো লাগছে। তবে শেষে চাপ সামলাতে পারলাম না বলে একটু হতাশ লাগছে।” এরপরই বিশ্বের ২ নম্বর জুটি দাবি করে, এর আগে আরও চাপের পরিস্থিতিতে খেলেছে তারা। কিন্তু শেষের দিকে কিছু ছোটখাটো ভুলের জন্যই সোনা অধরাই থেকে গেল। তবে পরের বার এর প্রতিশোধ নেওয়ার হুঙ্কারও দিয়ে রাখলেন তাঁরা।

[আরও পড়ুন: ‘হিন্দুধর্মের জন্য শংকরাচার্যদের অবদান কী?’ কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement