বাবুল হক, মালদহ: দাবি মতো মোটরবাইক মেলেনি। এই কারণে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার কেষ্টপুর এলাকায়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্তরা।
মৃত গৃহবধূর নাম রুবি বিবি। বয়স ২১। মালদহ (Malda) থানার বলাতুলি এলাকার বাসিন্দা রুবি বিবির বিয়ে হয় কেষ্টপুরের মেরাজুল শেখের সঙ্গে। দু’জনের আটমাসের এক পুত্রসন্তানও রয়েছে। পেশায় রাজমিস্ত্রি মেরাজুল। রুবি বিবির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা অজুহাতে তাঁদের মেয়ের উপর অত্যাচার চালাত মেরাজুল ও তার পরিবারের সদস্যরা। ছ’মাস আগে মোটরবাইকের দাবি করে বসে সে। তা না পাওয়ায় অত্যাচারের মাত্রা বাড়ে।
[আরও পড়ুন: রয়্যাল বেঙ্গলের চোখে চোখ রেখে সাহসী লড়াই! বাঘের মুখ থেকে সঙ্গীকে ফেরালেন ২ মৎস্যজীবী]
জানা গিয়েছে, সোমবার রাতে অচৈতন্য অবস্থায় রুবি বিবিকে উদ্ধার করেন তাঁর প্রতিবেশীরা। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা ২১ বছরের গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে গৃহবধূকে খুন করা হয়েছে। তার আগে মারধর করা বয়েছে বলেও অভিযোগ।
রুবি বিবির বাবা মৈবুল শেখ বলেন, “বিয়ের পর থেকেই মেয়ের উপর নানা অছিলায় অত্যাচার করত জামাই। মাস ছ’য়েক আগে জামাই বাইক দাবি করে বসে। কিন্তু আমি গরিব মানুষ। বাইক দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলাম। তারপর থেকে মেয়ের ওপর অত্যাচার বাড়িয়ে দেয়। মেরাজুল ও শ্বশুরবাড়ির লোকেরা মিলে আমার মেয়েকে খুন করেছে।” মৃতার কাকা রফিকুল ইসলামের অভিযোগ, “খুন করার আগে আমাদের মেয়েকে মারধর করেছে। গোটা শরীরে রক্তের দাগ দেখতে পেয়েছি আমরা। থানায় সব জানিয়েছি। অভিযুক্তদের আমরা শাস্তির দাবি করছি।”