shono
Advertisement

গুজরাটে মৃত বাংলার দুই শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা, CID তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর

মৃতদের পরিবারকে এফআইআর করার পরামর্শ দিলেন তিনি।
Posted: 06:11 PM Oct 17, 2023Updated: 10:46 PM Oct 17, 2023

গৌতম ব্রহ্ম: গুজরাটে বাংলার দুই শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় সিআইডি (CID) তদন্তের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৃতদের পরিবারকে এফআইআর করার পরামর্শ দিলেন তিনি। পাশাপাশি ঘোষণা করলেন আর্থিক সাহায্য।

Advertisement

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। জানা গিয়েছে, মাসদুয়েক আগে ওই দুজন গুজরাটের রাজকোটে একটি সোনা-রুপোর দোকানে কাজ শিখতে যায় কালনার বাসিন্দা রাহুল শেখ(১৮) ও সুমন শেখ(১৬)। সেই দোকান থেকেই রুপো চুরি যাওয়ায় দোকান মালিকের সন্দেহ যায় তাঁদের উপর। অভিযোগ, এর পরই কয়েকজন মিলে বেধড়ক মারধর করে তাঁদের। যার ফলে মৃত্যু হয় দুই শ্রমিকের।

[আরও পড়ুন: ফের ভোলবদল! গোর্খাল্যান্ড ইস্যু থেকে সরে উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সরব গুরুং]

সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “কালনার দুটি ছেলেকে যেভাবে উত্তরপ্রদেশে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তা মেনে নেওয়া যায় না। পরিবারকে বলব, আপনারা লোকালি এফআইআর করুন। আমি কেসটা সিআইডিকে দেব। আমি চাই বিচার হোক। আমাদের রাজ্যেও যেমন পরিযায়ী শ্রমিক আছে। অন্য রাজ্যেও আমাদের অনেকে যান। এমনভাবে হত্যা করাকে ধিক্কার জানাই।” পাশাপাশি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: এবারও পুজো পণ্ড করবে বৃষ্টি ‘অসুর’? হাওয়া অফিসের পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছে বঙ্গবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement