shono
Advertisement
Mamata Banerjee

সংসদে দাঁড়িয়ে রাজ্যকে আক্রমণ নির্মলার, 'আগে নিজের দুর্নীতি ঢাকুক', পালটা মমতার

বাংলা নিয়ে কম ভাবুন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পরামর্শ মমতার।
Published By: Subhajit MandalPosted: 09:06 AM Feb 13, 2025Updated: 09:06 AM Feb 13, 2025

স্টাফ রিপোর্টার: সংসদে দাঁড়িয়ে কর্মসংস্থান ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রাজ্য বাজেট পেশ হওয়ার পর বুধবার তাঁকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "কাদের দুর্নীতির কথা বলছেন? কেন্দ্র আগে নিজেদের দুর্নীতি ঢাকুক। নির্মলাজি বাংলা নিয়ে কম ভাবুন। উজ্জলার কী হল জবাব দেবেন? সবাইকে আপনারা নিয়ন্ত্রণ করতে চান।"

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জবাব দিতে গিয়ে কোন কোন ক্ষেত্রে রাজ্যে কত কর্মসংস্থান তার তথ্য তুলে ধরেন মমতা। নির্মলার অভিযোগ যে সম্পূর্ণ রাজনৈতিক, তা উল্লেখ করে তিনি জানান, এই বাজেটে নানা গেমচেঞ্জার প্রকল্প রয়েছে। যা আগামিদিনে আরও কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করবে। কীভাবে বাংলায় ১ কোটি ৭২ লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচ থেকে উপরে উঠে এসেছে, সেই তথ্য দিয়ে মমতা বলেন, "সারা দেশে চাকরি কোথায়? সর্বত্র যখন চাকরি যাচ্ছে, তখন বাংলায় লক্ষ লক্ষ যুবকের চাকরি হচ্ছে।"

বস্তুত, সংসদে দাঁড়িয়ে নজিরবিহীনভাবে বাংলাকে আক্রমণ করেছিলেন নির্মলা। এদিন সেই বিষয়েই প্রশ্ন করা হলে মমতা ক্ষোভে ফেটে পড়েন। পাল্টা তথ্য দিয়ে খণ্ডন করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সব যুক্তি। মমতার পাশে বসেই অমিত মিত্র তথ্য দেন, "কেন্দ্রীয় সরকারের ঋণ নেওয়ার ফলে দেশের জনগণের মাথাপিছু ১ লক্ষ ৪১ হাজার ১৩১ কোটি টাকা দেনা। ৫৬.১% জিডিপি ঋণ।" মমতা বলেন, "যদি ২ লক্ষ কোটি টাকা বাম আমলের দেনা নিয়ে আমরা ক্ষমতায় না আসতাম, তাহলে উন্নয়নে আরও টাকা খরচ করতে পারতাম। এবছরই ৮০ হাজার কোটি টাকা শুধু ঋণই শোধ করেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংসদে দাঁড়িয়ে কর্মসংস্থান ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
  • রাজ্য বাজেট পেশ হওয়ার পর বুধবার তাঁকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জবাব দিতে গিয়ে কোন কোন ক্ষেত্রে রাজ্যে কত কর্মসংস্থান তার তথ্য তুলে ধরেন মমতা।
Advertisement