shono
Advertisement

নোট বাতিলে ক্ষোভ, রাষ্ট্রপতিকে ফোন মমতার

মঙ্গলবারই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী৷ The post নোট বাতিলে ক্ষোভ, রাষ্ট্রপতিকে ফোন মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:50 PM Nov 13, 2016Updated: 03:23 PM Nov 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাস্তায় নেমে সাধারণ মানুষের দুর্ভোগের খোঁজ নিয়েছিলেন তিনি৷ আর রবিবার রাজ্যবাসীর কষ্ট লাঘবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় সাধারণ মানুষের দিন গুজরান করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে রাষ্ট্রপতিকে জানিয়েছেন মমতা৷ পরে সে কথা টুইট করে বিস্তারিত জানান খোদ মুখ্যমন্ত্রীই৷ আগামী ১৬ বা ১৭ নভেম্বর দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন প্রণব মুখোপাধ্যায়৷ সূত্রের খবর, মঙ্গলবারই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠকেই নোট বাতিল হওয়ায় সাধারণ মানুষের হয়রানির পূর্ণাঙ্গ ছবি তুলে ধরবেন মমতা, খবর সূত্রের৷ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হতে পারেন লালুপ্রসাদ যাদব-সহ বিজেপি বিরোধী অন্যান্য দলের শীর্ষ নেতারাও৷ থাকতে পারেন সিপিএমের শীর্ষস্থানীয় নেতারাও৷

Advertisement

(এবার কলকাতায় মিলল বস্তা ভর্তি ছেঁড়া ৫০০ ও ১০০০ টাকার নোট)

পাঁচশো, এক হাজার টাকার নোট বাতিলের ইস্যুকে অস্ত্র করে বিজেপিকে একঘরে করার কৌশল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি-বিরোধী সব দল এমনকী, সিপিএমকেও সঙ্গে নিয়ে একজোটে লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী৷ গতকাল, নবান্নে মমতা বলেছেন, “তৃণমূল সংসদীয় দল সব দলের সঙ্গে আলোচনা করবে৷ আদর্শগতভাবে বিরোধ থাকলেও এই ইস্যুতে সিপিএমের সঙ্গে কাজ করতে আপত্তি নেই৷ কংগ্রেস, মায়াবতী, মুলায়ম বা সিপিএম যাঁরাই সমর্থন দিচ্ছেন, একসঙ্গে কাজ করব৷ আমরা নেতৃত্ব দিতে চাই না৷ দ্বিতীয় সারিতে বসব৷ না হলে দেশটা বিক্রি হয়ে যাবে৷ মানুষ শেষ হয়ে যাবে৷ বৃহত্তর স্বার্থে আমরা একজোটে লড়তে চাই৷’’ আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে তিনি বলেছেন, “মোদি মানে ব্যাধি সরকারকে জব্দ করার জন্য জেলে পোরা হলেও, গুলি করা হলেও পরোয়া করি না৷” বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেছেন, কাদের ঝুলি ভরতে এই সিদ্ধান্ত, দেশের কত কোটি ক্ষতি হল সবটা সুপ্রিম কোর্টের কর্মরত পাঁচ বিচারপতিকে দিয়ে তদন্ত করাতে হবে৷ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “দেশটাকে কি বিক্রির জন্য না কাউকে কিছু পাইয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত? বাজার অর্থনীতি ধ্বংস হয়েছে৷ প্রথমদিনেই ২৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে৷”

(‘সেনারা না খেয়ে থাকে, আর আমরা এটুকু সহ্য করতে পারব না?’)

জাপান থেকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পরেই নবান্নে সাংবাদিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, “লোককে হুমকি দেওয়া হচ্ছে৷ বিদেশ থেকে প্রধানমন্ত্রী দেশের মানুষকে হুমকি দিচ্ছেন৷ এটা কেমন পররাষ্ট্রনীতি! দেশকে ভাসিয়ে চলে গেলেন বিদেশ৷ ‘স্ট্রিনজেন্ট অ্যাকশন’-এর মানে কী? আমাকে গুলি করে মারবে!” মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ব্যাঙ্কে একশো টাকার নোট নেই, দুই হাজার টাকার নোট ভাঙাবে কোথায়? কেন চাকরিজীবী ও করদাতারা নিজেদের টাকা তুলতে পারবেন না? বেশিরভাগ এটিএম বন্ধ, দুই হাজার টাকা নেওয়ার মতো সিস্টেমও নেওয়া হয়নি৷ আগাম কোনও প্রস্তুতি নেওয়া হয়নি৷ রাজ্যের সাতশো পঞ্চায়েতেই ব্যাঙ্ক নেই, তাহলে সারা দেশে ওই গ্রামের লোকেরা চাল-ডাল কোথা থেকে কিনবে? এক শতাংশ কালো টাকার মালিকদের জন্য ৯৯ শতাংশ মানুষ কেন দুর্ভোগ পোহাবে? মানুষের হয়রানি বোঝাতে ঘটনা তুলে ধরে তিনি জানান, চিকিৎসা করানো যাচ্ছে না৷ কত বিয়ে ভেঙে গিয়েছে৷ টেনশনের জন্য অনেকের ‘হার্ট অ্যাটাক’ হয়েছে৷ সাধারণের স্বার্থেই তিনি যে আপস করবেন না, তা স্পষ্ট বুঝিয়েছেন৷ মমতার বক্তব্য, “আসল অপরাধীদের ধরুক, কিন্তু সাধারণকে হয়রানি, বিপদে ফেলার প্রতিবাদ করবই৷ ভয় পাই না৷ মানুষকেও বলব, ভয় পাবেন না৷” বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন, “শুনছি, রুলিং পার্টি জানত৷ খবরের কাগজে ও বিভিন্ন্ মিডিয়ায় দেখেছি৷ এই সুযোগে কিছু দালাল বেরিয়েছে৷ বিজেপির অনেক লোক তার মধ্যে৷” পাক-অধিকৃত কাশ্মীরে ‘সার্জিকাল স্ট্রাইক’ নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে তৃণমূল নেত্রী জানান, বিষয়টি সংসদে তোলা হবে৷

(কালো টাকার কারবারিদের বিরুদ্ধে ‘ডোজ’ আরও বাড়বে, হুঁশিয়ারি মোদির)

The post নোট বাতিলে ক্ষোভ, রাষ্ট্রপতিকে ফোন মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement