shono
Advertisement

রামমন্দির নিয়ে অবস্থান কী? জয়নগরের সভায় স্পষ্ট করলেন মমতা

২২ জানুয়ারি মহা আড়ম্বরে রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Posted: 02:40 PM Jan 09, 2024Updated: 03:33 PM Jan 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় রামমন্দির নির্মাণ চলছে। আগামী ২২ জানুয়ারি মহাআড়ম্বরে সেই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ওয়াকিবহাল মহল বলছে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে হিন্দুত্বের জিগির তুলতে মরিয়া গেরুয়া শিবির। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় বিভাজনের খেলায় মাততে নারাজ। তিনি সাফ বলছেন, রাম মন্দির আসলে বিজেপির গিমিক।

Advertisement

জয়নগরের সভা থেকে মমতা বললেন, “কালকে আমাকে জিজ্ঞেস করছিল, রামমন্দির (Ram Mandir) নিয়ে আপনার কী বক্তব্য, যেন আর কোনও কাজ নেই। একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের। উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে সঙ্গে নিয়ে চলতে শেখায়। তোমরা করছ করো না। কোর্টের নির্দেশে করছ। এটা লোকসভার আগে একটা গিমিক শো করার চেষ্টা। তোমরা করো কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষকে অবহেলা করা, এটা কারও কাজ নয়।”

[আরও পড়ুন: স্পষ্ট হরফে লিখতে হবে প্রেসক্রিপশন, রোগী স্বার্থে চিকিৎসকদের নির্দেশ হাই কোর্টের]

মমতার স্পষ্ট ঘোষণা, “বাংলা শান্তির জায়গা, বাংলা কোনও ভেদাভেদ করে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে, বাংলার বুকে ভাগাভাগি করতে দেব না। এনআরসির সময় দেখেছেন কী আন্দোলন করেছিলাম, CAA’র সময় দেখেছেন কী আন্দোলন করেছিলাম। অনেক অত্যাচার আমাদের লোকের উপর হচ্ছে।”

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির পাশে মহম্মদ শামি, মালদ্বীপ বয়কটের ডাক দিলেন টিম ইন্ডিয়ার পেসার]

রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্তত বিশ্ব হিন্দু পরিষদের তাই দাবি। তবে মন্দির উদ্বোধনে যোগ দিয়ে করে বিজেপির সেই গিমিকে যে তিনি পা দেবেন না, সেটা এদিন কার্যত স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার