সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফালাকাটায় রীতিমতো অভিভাবকের ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। গণবিবাহের আসরে দাঁড়িয়ে পাত্র-পাত্রীদের হাতে তুলে দিলেন উপহার। পা মেলালেন আদিবাসী নাচে।
মঙ্গলবার আলিপুরদুয়ারের ফালাকাটায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখান থেকে চা শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। চা সুন্দরী প্রকল্পের জন্য ঘোষণা করেন ৫০০ কোটি টাকা। তিনবছরের মধ্যে গৃহহীনদের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। জানান, ফালাকাটা-ময়নাগুড়ি পুরসভার কথা। বলেন, “তৃণমূল যা বলে তাই করে। কারও কারও মতো ভোটের সময় সাধারণ মানুষের কথা মনে পড়ে না।” প্রকাশ্যে বিজেপিকে ‘বদমাশের গাছ’ বলে কটাক্ষ করেন তিনি। যদিও পরে মন্তব্য প্রত্যাহার করে নেন। বলেন, “অপপ্রচার, চরিত্রহনন করা ছাড়া ওদের কোনও কাজ নেই।”
[আরও পড়ুন: বাইক চুরির পর বিক্রি করতে গিয়ে ধরা পড়ল কিশোর, ১৬ বছরেই দশমবার গেল হাজতে!]
এরপরই গণবিবাহের অনুষ্ঠানে শামিল হন মুখ্যমন্ত্রী। নিজের হাতে পাত্র-পাত্রীর হাতে তুলে দেন উপহার সামগ্রী। কুশল বিনিময়ের পাশাপাশি বর-কনেদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান তিনি। বিবাহের আসরের পাশেই নাচে মেতে উঠেছিলেন আদিবাসী মহিলারা। তাঁদের সঙ্গেই পা মেলান মমতা। মুখ্যমন্ত্রীকে ঠিক ‘দিদি’র মতো পাশে পেয়ে আপ্লুত প্রত্যেকে।