Advertisement
চতুর্থীতে একাধিক পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ঠাকুর দেখতে লম্বা লাইন একডালিয়ায়
কচিকাঁচাদের হাতে উদ্বোধন হল ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীনের পুজো।
আনুষ্ঠানিকভাবে পুজোর বাকি এখনও তিন দিন। যদিও চেনা ছন্দে চতুর্থীতেই উৎসবে মেতে উঠল বাঙালি। এদিন আলিপুর বডিগার্ড লাইন ও সুরুচি সংঘের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চতুর্থীর বিকেলে প্রথমে আলিপুর বডিগার্ড লাইনের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন মেয়র ববি হাকিম।
সেখান থেকে বেরিয়ে সন্ধে নাগাদ সোজা সুরুচিতে উপস্থিত হন মমতা। সুরুচি সংঘের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
পুজোর আগে আজ শেষ রবিবার। স্বাভাবিকভাবেই দুর্গা পুজোর প্রাক্কালে শেষ ছুটির দিনে কেনাকাটার ভিড় জমে নিউ মার্কেটে।
দুর্গা পুজো উপলক্ষে প্রতিবারই শিয়ালদহ স্টেশনের সামনে ভিড় জমান ঢাকির দল। এবারও তার ব্যতিক্রম ছিল না। ঢাকের আওয়াজে মুখরিত হয়ে ওঠে শিয়ালদহ চত্বর।
একই ছবি দেখা যায় দক্ষিণ কলকাতা গড়িয়াহাটে সিংহি পার্কের পুজোয়। এখানেও উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
Published By: Amit Kumar DasPosted: 09:17 PM Oct 06, 2024Updated: 12:09 PM Oct 07, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ